পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৩৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সধবার একাদশী ミ> সৌদা । দাদা ত আর কারো লজ্জ করেন না—তিনি এখন এক এক দিন কাঞ্চনকে গাড়ীতে ক’রে বৈটকখানায় নিয়ে আসেন –বাবা কত দিন দেখেছেন । কুমু। তার পর । সোঁদা । তার পর ভাই, দাদা মদ খেয়ে বড় বাড়াবাড়ি কত্তে নাগলেন, কাঞ্চনের গলা ধরে বারেণ্ডায় এসে নাচতে নাগলেন, পাড়ার সব লোক জড় হলো—ও বাড়ীর বড় কাক৷ এসে দাদাকে বকতে নাগলেন আর কাঞ্চনকে কত গালাগালি দিলেন—সে বেটী কস্বি, বড় কাকাকে মানবে কেন, সেও ফিরয়ে গাল দিলে, বড় কাক রাগ ক’রে বেটীকে বাড়ী থেকে বার ক’রে দিলেন । বেটী দাদাকে কত গাল দিয়ে গেল, আর বলে গেল, “তোর বাপ যদি আমায় আসতে বলে, তবেই তোর সঙ্গে আর দেখা, তা নইলে এই পর্যন্ত ।” কুমু। বেশ হয়েচ লো, তবে বেটী আবার এলে কেমন করে ? সোঁদ । আগে বরং ছিল ভাল, এখন আরো সৰ্ব্বনাশ হয়েচে । কুমু। কেন ? কেন ? সোঁদ । কাঞ্চন বেরয়ে গেলে দাদা সাপের মত গজ রাতে নাগলেন আর বড় কাকাকে শালা বাঞ্চৎ বলে গাল দিলেন ; বড় কাকা বাবার কাছে বলতে গেলেন । কুমু। কায়েতের ঘরের টেকি । সৌদী । বড় কাক বেরয়ে গেলে দাদা একটা বন্দুক বার ক’রে বল্যেন, এখনি গুলি খেয়ে মরবেী— কুমু। মা গো, শুনে জ্বর আসে । সৌদী । মার ভাই একটি ছেলে, তিনি তখনি বাইরে গিয়ে হাত ধরে বাড়ীর ভিতর আনলেন--দাদা কি তা শোনেন, মা কত বল্যেন, এমন পরীর মত বউ ঘরে রয়েছে, দাদা বল্যে, “আমার &