পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৪০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক প্রথম গর্ভাঙ্ক কাকুড়গাছা ৷ নকুলেশ্বরের উদ্যানের বৈটকখানা নিমে দত্ত আসীন নিম । (যোড়হস্তে দেয়ালস্থ ক্লিওপ্যাটরা ছবির প্রতি ) মা ! পাপাত্মার পরিত্রাণ হেতু আপনি কি মোহিনী মূৰ্ত্তি ধারণ করে অবনীতে অবতীর্ণ হলেন । মা ! ভাষায় বলে । আমার কোন পুরুষে প্রাকৃত অধ্যয়ন করে নাই ; জননি ! আমি অতি দীন, সহায় সম্পত্তি হীন, কোনরূপে অটলের টেবিলে, নকুলের বাগানে হরিনামামৃত পান করে মাতালযাত্র নির্বাহ করা ; মা আমি অতি অজ্ঞ, ভাষায় না বল্যে কি প্রকারে ত্বদীয় সহপদেশ হৃদয়ঙ্গম হবে ? আহা, জননীর কি মধুর ধ্বনি, যেন প্রভাতে পবনহিল্লোলে ক্রিয়াবাড়ীতে ঝাড় তুলে শব্দ হচ্চে । ম, আমাকে “প্রিয়তম পুত্র” বলে সম্ভাষণ করে আপনার ভক্তবাৎসল্যের পরাকাষ্ঠ প্রকাশ করলেন—যে আজ্ঞা, চুপ করলেম—ম আমার প্রতি অন্ত সদয় হয়েছেন, আমার যাতে— এই দেখ চুপ করিছি, আর কথা কবে না—ম যদি দেখা দিলেন, তবে এই করে যাবেন—মাইরি মা, এইবার নিতান্তই চুপ করলেম—ম, তুমি হচ্চে জগতের মা, তোমার কাছে—সাদ দোহাই জননি, এই বার একেবারে চুপ করবে, তুমি অন্তৰ্দ্ধান হয়ে না ; ও বাপু রসনা, তুমি কিঞ্চিৎ স্থির হওতে, তুমি বাপু অনেক মনস্তাপের কারণ, এক এক সময় এমন তপ্ত ফ্যান নিঃস্থত কর, লোকের অন্তঃকরণের একপুরু চামড় উঠে যায়— আ মর, তুই স্থির হতে পাল্লি নে ?—জননি বলুন, আমি জিব ব্যাটার পায় বেড়ি দিয়ে রাখি। (আঙ্গুলী বেষ্টন করিয়া জিহ্বা ধারণ ) আহা কি সুললিত ভাষা—ম। যদি বর দেবেন, তবে এই