পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৪১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

는 দীনবন্ধু-গ্রন্থাবলী făn 1 ( awotia) “–Their best conscience Is—not to leave undone, but keep unknown.” জট । জানীকে আমি এত ভাল বাসি, জানী আমাকে একটু ভাল বাসে না— নিম । কেমন মাসি, আমি ঠিক বলেছিলেম কি না—ব্যাটা আজ বাড়ী মাতায় করেছে—বাবা “যার ধন তার ধন নয় নেতো মারে দোই ।” * - - অট । আমি আজ মরবো, মরে জানীকে দেখাব, আমি জানীকে ভালবাসি কি না । ( কামিজ ছিড়িয়া আপনার বক্ষে চপেটাঘাত । ) কাঞ্চ । ছি লক্ষী, তুমি তো আর ছেলেমানুষ নও ; কেঁদে কেঁদে ফুলচে ষে । নিম । ( অটলের দাড়ি ধরিয়া গীত ) । । “হাবা ছেলে কঁাদিস নেকে আর, আমি থাকলে হবে বাবা, বাবার ভাব না কি তোমার’— অট। আমার দুঃখের সময় আদর ভাল লাগে ন— পদাঘাতে নিমে দত্তের দূরে পতন নিম । বাবা তুমি বোকারাম অকালকুষ্মাণ্ড, তুমি বেশ্বার বজ্জাতির অন্ত পাবে ? ( মদ্য পান ) তোমার কাঞ্চন যত সতী তা পায়েসে প্রকাশ । অট। ঐ শোন জানি–জানি, তুমি আমাকে দগ্ধে মেরে ন জানি ; জানি, তুমি আমাকে একেবারে যমের বাড়ী পাঠয়ে দাও—আমি মরবো, মাইরি আমি মরবো । (বক্ষে চপেটাঘাত ) কাঞ্চ । ( নিমে দত্তের প্রতি ) তুই বাবু এতও জানিস্— নিম । বাবা, তুমি হাতে কলমে লিখতে পার, আমি বলতে পারি নে ? কাঞ্চ কি বলবে ?