পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৪৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভূমিকা ‘লীলাবতী দীনবন্ধু-রচিত পঞ্চম পুস্তক । ‘লীলাবতী’র পূৰ্ব্বে তাহার নীলদর্পণ, নবীন তপস্বিনী, বিয়ে পাগলা বুড়ো ও সধবার একাদশী রচিত ও প্রকাশিত হইয়াছিল । ‘লীলাবতী দীনবন্ধুর বৃহত্তম সামাজিক নাটক, গদ্যে-পদ্যে রচিত। ১৮৬৭ খ্ৰীষ্টাব্দে ইহা প্রথম প্রকাশিত হয়। বেঙ্গল লাইব্রেরি-সঙ্কলিত মুদ্রিত-পুস্তকাদির তালিকা-মতে ইহার প্রকাশকাল—১৭ ডিসেম্বর, ১৮৬৭। প্রথম সংস্করণের আখ্যাপত্র এইরূপ :– লীলাবতী নাটক। ঐীনৰন্ধু মিত্র প্রণীত । *পরম্পরেণ পূহণীয়শেভিং নচেদিদং দ্বন্দ্বমযোজয়িষ্যৎ । অক্ষিন দ্বয়ে রূপবিধানযত্নঃ পত্যুঃ প্রজানাং বিতথ্যে২ভৰিষ্যৎ । রঘুবংশ । কলিকাতা। ১১১ বেচু চাটুৰ্য্যের ট্রীট নূতন সংস্কৃত ৰঞ্জ। শ্ৰীহরিমোহন মুখোপাধ্যায় কর্তৃক মুঞ্জিত। সন ১২৭৪ সাল । প্রথম সংস্করণের পৃষ্ঠা-সংখ্যা ছিল ১৯২ । দীনবন্ধুর জীবিউকালে ‘লীলাবতীর দুইটি সংস্করণ হয়। দ্বিতীয় সংস্করণ ১২৭৬ সালে প্রকাশিত হয়। এই দ্বিতীয় সংস্করণের পাঠই বৰ্ত্তমান সংস্করণে অনুস্থত হইয়াছে। দুঃখের বিষয়, আমাদের সংগৃহীত বইখানি খণ্ডিত । ইহাতে চতুর্থ অঙ্কের প্রথম ও দ্বিতীয় গর্ভাঙ্কের পৃষ্ঠাগুলি ( ১১৯-৩০ ) নাই। এই অংশে আমরা প্রথম সংস্করণকেই অমুসরণ করিয়াছি বঙ্কিমচন্দ্রের মতে— -

  • লীলাৰতী" বিশেষ যত্নের সহিত রচিত, এবং ীিনৰন্ধুর অন্তান্ত নাটকাপেক্ষ ইহাতে দোষ অল্প। এই সময়কে দীনবন্ধুর

কবিত্বস্তুৰ্য্যের মধ্যাহ্নকাল ৰল ৰাইতে পারে। ইহার পর হইতে কিঞ্চিৎ তেজঃক্ষতি দেখা যায় । . ‘লীলাবতী’র হেমৰ্চাদ নদেরচাদ সধবার একাদশী’র নিমৰ্চাদের মত বাংলা-সাহিত্যে অক্ষয় হইয়া আছে ।