পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৪৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S8 দীনবন্ধু-গ্ৰস্থাবলী নদে। সে কথাটি বলতে পারবে না, রাজকন্যা, আরমানি বিবি । ললি । “কিং ন করেীতি বিধির্যদি তুষ্ট: কিং ল করোতি স এব হি রুষ্ট । উষ্ট্রে লুম্পতি রম্বা যন্ধ তস্মৈ দত্ত নিবিড়নিতম্বা ॥* নদে । দিবিব কবিতাটি-“নিবিড়নিতম্ব।” কি সিধু বাবু ? সিদ্ধে। নিবিড় নিতম্ব আছে যার, অর্থাৎ স্ত্রী । নদে । নিতম্ব কি ? হেম । স্তন । ললি । হেমবাবুর খুব ত ব্যুৎপত্তি । হেম । অামি পশ্বাবলী টলি সব পড়িছি । ললি । নতুন বই কিছু পড়েছেন ? হেম । তিলোত্তম সম্ভাবনা পড়িছি । ঐীনা । মাইকেলের মাথা খেয়েছ । নদে । ব্রিটিশ লাইব্রেরি থেকে মামা যত বই আনেন আমরা সব দেখি । ললি । ব্রিটিশ লাইব্রেরি ? সিদ্ধে । মেটু কাফ— হেম । হ্য। হ্য, মেট্‌ ফাক । নদে । ম্যাড় কাফ— শ্ৰীন । তোমরা ত্বটিই তাই—চলে । [ শ্ৰীনাথ, ললিত এবং সিদ্ধেশ্বরের প্রস্থান । নদে। হেম, সৰ্ব্বনাশ করে - গেছে, বাচুর বলেছে । (চিন্তা । ) হেমা তোর পায় পড়ি ওদের ফিরে—ডাক ডাক ভুলে গেলুম—উতোর দেব— হেম । মামা, মামা, যেও না, একটা কথা শুনে বাও ।