পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৪৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লীলাবতী 8& শার । কুপতি কি যন্ত্রণ তা সই তোরে কথায় কত বলবো–তুই স্বভাবত মিষ্টি কিছুতেই তেত হস্ নে, তাই এমন সৰ্ব্বনেশে বিয়ের কথা শুনেও নেচে খেলে বেড়াচ্চিস । আমি কি সুখে আছি দেখচিস ত ? লীলা । সই তুমি আজ যে সজ্জা করেচ, তোমার আকর্ণবিশ্রান্ত চপল নয়নে যে গোলাপি আভা বার হচ্চে, তোমার দ্বিরদরদ-কান্তি-বিনিন্দিত নিটেল ললাটে যে শতদলে-ষটুপদবিরাজিত সুগোল টিপ কেটেচ, সয়া তোমায় আর ভুলতে পারবে না । শার। সই অার জালাস নে ভাই—তোর বিয়ের কথা শুনে আমার মন যে কচ্চে তা আমিই জানি,—যখন ভুগবি, তখন টের পাবি এখন ত হাসচিস । লীলা । তবে কাদি । ( চক্ষুতে হস্ত দিয়া । ) কোথা হে কামিনী-বন্ধু কমল-নয়ন ! সমকাল শিশুপাল বিনাশে জীবন, পদছায় পীতাম্বর দেহ অবলায়, বিপদ সাগরে ধরে ডুবায় আমায় । প্রজাপতি লীলাবতী তোমার চরণে করিয়াছে এত পাপ নবীন জীবনে । জুটাইলে তারে পতি অতি স্বরাচার, নয়নের শূল সম হৃদয় বিকার, যমের যমজ ভাই ভীষণ আকার, উপকাস্ত অতুগামী, সব অনাচার । জননী বিহীন আমি নাহিক সহায়, দিতেছেন পিতা তাই বিপিনে বিদায় । তনয়ার ত্রাণ মাতা থাকিলে আলয়ে, কোলে গিয়া লুকাতেম কুলীনের ভয়ে মাতা নাই পিতা তাই ঠেলিলেন পায়, বালা ৰলিদান দিতে নাহি দেন মায় ।