পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৪৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8切* দীনবন্ধু-গ্ৰস্থাবলী হৃদয় দেখাতে যদি পারিতাম আমি বলিতাম সৰ তোরে সলিলের মত । নৰীন নয়ন ময—কুটিলতা বিন্দু প্রবেশিতে মারে যায় বালিকা বয়সে, কিশোর কণ্টকে কবে খরতার বাসা ?-- পতিত করিত সই সলিল শীকর, যদি লা দেখিতে পেতে ললিতে ক্ষণেক ; হরষে আবার কত জুড়াতে হেরিয়ে ললিতমোহন লব নিরমল মুখ, স্থষ্টি যার মিষ্টি কথা শুনাতে আমায় । ছেলেকালে একদিন—ফিরে কি সে দিন আসিবে গো সহোদরে লীলার ললাটে !— ললিত লিখিতেছিল বসিয়ে বিরলে, নয়ন জুড়াতে আমি, আনন্দ অস্তরে, বসিলাম বাম পাশে, অমনি ললিত সাদরে গলাটি ধরে, বাম করে পেচে— দক্ষিণ কপোল মম রক্ষিত হইল ললিতের অবিচল বক্ষে-বলিলেন “বাইরে এলেম দেখে ভগবতী ভালে তুলিতে কেটেচে টিপ পটু চিত্রকর, তাহারে হারাবো লীলা করিচি বাসনা”— বলিতে বলিতে সই অতি ধীরে ধীরে, মুছায়ে কপাল মোর কপোল পরশে, কলমের কালি দিয়ে কাটিলেন টিপ । *মরি কি সুন্দর ।” বলে ললিতমোহন আশফালন করিলেন দিয়ে করতালি । অার এক দিন সই—কত দিন হলো ; নিশির স্বপন সম এবে অস্তুভৰ— লিখিতেছিলেম আমি বসে একাকিনী ; চিবায়েছিলেম পান, বালিক। জীবন— চপলত নিবন্ধন, তার রসধারা