পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৪৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬২ দীনবন্ধু-গ্রন্থাবলী বলতে যাচ্চি নে । আমি মেয়ে দেখে বড় খুসি হইচি । আমার হাতে আরো সভ্যতা শিখতে পারবে । হেম । মুক্তিমগুপে । নদে। দেখ সিধু বাবু, আবার গায় পড়ে ঝকৃড় কত্তে আসচে—এক কথা হয়ে গেছে তা এখন মনে করে রেখেচে– দাদাবাবু রাগ করে রয়েছে ?—তুমি এ সম্বন্ধের মূলাধার, আবার তুমিই এখানে মুখ ভার করে রইলে ? ললি । রাজকন্যা আপনার হাতছাড়া হলে কেমন করে ? নদে । কাপড়ে আগুন ধরে সেটা পুড়ে মরেচে। শ্ৰীন । চিরকাল পোড়ার চাইতে একবার পোড়া ভাল । লীলা । ( ললিতের প্রতি ) আমি বাড়ীর ভিতরে যাই । নদে । তুমি বাড়ীর ভিতরে যাও আর আমরা তোমার মামাকে দেখে যাই । ( হাস্ত ) ললি । আপনি কিছু লেখাপড়ার কথা জিজ্ঞাসা করবেন ? নদে। করবো না ত কি ওমনি ছাড়বে ? তৃতী, প্রতি । ছেলেটি খুব সপ্রতিভ । নদে । তবু হেমদাদ প্রথমেই মুষড়ে দিয়েছে। তৃতী, প্রতি । সিধু বাবু এমন ছেলে শ্রীরামপুরে আর কটি অাছে ? সিদ্ধে । যোড় পাওয়া যায় না। শ্রীন । তাই বুঝি ইস্কাপানের গাড়ীতে নিয়েচে । নদে । বাবা ইস্কাপানের টেক্কায় হরতোনের বিবি । তৃতী, প্রতি । আপনার ঠাকুর পুষ্ঠ্যিপুত্র নিয়েছেন কি ? নদে । আমি থাকতে পুষ্যিপুত্র নেবেন কেন ? তৃতী, প্রতি । আপনি ত একটি আপনার মত শত পুত্র সত্ত্বেও পুষ্ঠ্যিপুত্র লওয়া শাস্ত্রে অনুমতি আছে । নদে । মা বলেন আমি এক এক সহস্ৰ । গ্রন । তুমি বেঁচে থাক । .