পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৫১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লীলাবতী Գ:) যজ্ঞে । অামি ও ত ব্রহ্মচারী। যোগ । তুমি ব্রহ্মচারী বটে, কিন্তু তুমি নির্জন স্থানে থাকিতে চেষ্টা কচ্চো, সুতরাং তোমার টাকার আবশ্যক । যজ্ঞে । তুমি যে বলেছিলে একটি নির্জন স্থান বলে দেবে, দিলে না ? যোগ । তুমি ব্যস্ত হও কেন, তোমাকে যা বলি এখন তাই কর, তার পর তোমাকে গোপন স্থান বলে দেব । যজ্ঞে । গোপন স্থানের কথা আগে বলে দাও, তার পর তোমার কথা শুনবো । কোথায় সে স্থান, কত দূর, কিরূপে থাকতে হবে, সব বলে। তার পর তোমার কার্য্যসিদ্ধি করে দিয়ে অামি সেখানে যাব—এ দেশ থেকে যত শীঘ্র যেতে পারি ততই মঙ্গল । যোগ । কটকের দশ ক্রোশ দক্ষিণে ভুবনেশ্বরের মন্দির আছে, সেই মন্দিরের এক ক্রোশ পশ্চিমে খণ্ডগিরি নামে একটি পাহাড় আছে, সেই পাহাড়ের গায় সন্ন্যাসীদিগের বাসের যোগ্য অনেকগুলি গুহা খোদিত অাছে, তার এক গুহাতে গিয়ে বাস কর, লোকে জানা দূরে থাক, যমে জানতে পারবে না । যজ্ঞে । যদি বাঘে খেয়ে ফেলে । যোগ । সেখানে বাঘ ভালুকের বিশেষ ভয় নাই— সেখানে অনেক মহাপুরুষ বাস করেন, তুমি তাহাদের সঙ্গে থাকবে। যজ্ঞে । নিকটে থানাটান আছে ? যোগ । কিছু না—চারি দিকে নিবিড় জঙ্গল । যজ্ঞে । সেখান থেকে ঠাকুরবাড়ী কত দূর ? যোগ | প্রায় দশ ক্রোশ । যজ্ঞে । বেশ কথা আমি সেইখানেই যাব—এখন বলে। তোমার কি কত্তে হবে ।