পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৫৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯৬ দীনবন্ধু-গ্রন্থাবলী কি দায় ! পাগল বুঝি আমি এত দিনে, হলেম অবনী মাঝে বিলাসিনী বিনে, নতুবা আমার কেন আচলিত মন— কেবল করিত যাহা সুথে দরশন, লীলাবতী নিরমল মনের মাধুরী, দয়া, মায়া, সরলতা, বিদ্যা, ভুরি ভুরিভাবে আজি ললনার লাবণ্য মোহন, বরণের বিভা, নিশানাথ-নিভানন ? আবার পড়ে যে মনে আপন! আপনি, বারিজ-বদনা-বল-বিহঙ্গের ধবনি--- কি করি কোথায় যাই কারে বা জানাই, লীলাময় দেখি সব যে দিকে তাকাই—( চিস্তা ) ললিতের অজ্ঞাতসারে লীলাবতীর প্রবেশ । এবং দুই হস্তে ললি । ললিতের নয়নাবরণ । যে চারুহাসিনী কিশোর বয়স কালে, হারায়ে বিজলিছট চঞ্চল চরণে বেড়াইত কত সুথে সরোবর তীরে, হাত ধরাধরি করি, বলিতে বলিতে, মধুমাখা ছাই-পাশ সুমধুর তারে, “আগডোম বাগডোম ঘোড়াডোম সাজে— *ওপারে রে জন্তি গাছ জস্তি বড় ফলে,” বিমোহিত হত যাতে শ্রবণবিবর, যেমতি সুন্দর বনে ৰিহগের গান বিরহীর কাণ তোষে যবে সে শরতে কলিকাতা হতে যায় পূজার সময় তরণী বাহিয়া বাড়ী ধরিতে হৃদয়ে হৃদয়-গগন-শশী নবীন রমণী ?— সেই স্থলোচনা আজ আলোচনা করি ধরেচেন আঁখি মম দেখাতে আঁধার, অবিঘ্নিত যাতে আমি হব অচিরাৎ ।