পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৫৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দীনবন্ধু-গ্রন্থাবলী يا لا لا যোগজীবনের প্রবেশ । (স্বগত) ও বাবা দাড়ি দেখ—( প্রকাশে ) বস্থন বাবাজি । যোগ । আপনি আমাকে চিন্তে পারেন না ; আপনি যখন অতি শিশু তখন আমার আগমন ছিল, স্বগীয় কৰ্ত্ত। আমাকে যথেষ্ট ভক্তি কত্তেন, তিনিই আমাকে এই রজতত্ৰিশূল প্রস্তুত করে দেন—আপনার সকল কুশল ? ভোলা। প্রভুর দর্শনে সকল কুশল । আপনার থাকা হয় কোথায় ? যোগ । বহু দিন এ প্রদেশেই অবস্থান ছিল, তার পরে কামরূপ, কামাখ্য, চন্দ্রনাথ, বামজঙ্ঘ, পুরুষোত্তম, কনারক, ভুবনেশ্বর, খগুগিরি, সেতুবন্ধ রামেশ্বর প্রভৃতি তীর্থ দর্শনে দেহ পবিত্র করিছি— ভোলা। পশ্চিমাঞ্চলে যাওয়া হয় নি ? যোগ । সে প্রদেশে যাওয়ার কল্পনা করিছি, অচিরাৎ গমন করবো । ভোলা। অামার কাছে কি প্রার্থনা ? যোগ । স্বপ্নবিবরণ বলতে চাই । ভোলা । বলুন । যোগ । অতি মনোহর স্বপ্ন—একদা কাশীধামে অযোধ্যানিবাসী আমার পরম মিত্র মহীপৎ সিং তীর্থ পৰ্য্যটন অভিলাষে আগমন করেন । ইন্দীবর-বিনিন্দিত-নীলনয়নশোভিত বিদ্যুল্লতাতুল্য অহল্য নামী অবিবাহিত। তুহিত। র্তাহার সমভিব্যাহারে ছিল । কন্যার বয়স অষ্টাদশ বৎসর । অকস্মাৎ মহীপৎ মানবলীলা সম্বরণ করিলেন । শোকাকুল৷ অহল্যা একাকিনী—অtশু স্বদেশ গমনে উপায়হীন । এই সময় এ প্রদেশের এক ধনাঢ্য লম্পট কাশীতে বাস করে । ঐ নীচান্তঃকরণ মহীপতের পাণ্ডাকে সহস্র মুদ্ৰ দিয়া অচতুর অবলাকে বিবাহ ব্যপদেশে কানপুরে লইয়া যায়। কুলললন।