পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৬০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দীনবন্ধু-গ্রন্থাবলী سراوا S পেটের দায় সঙ্গে ছিলেম—পুলিস আসবামাত্র আমি পটল তুল্যেম—তার পর গবর্ণমেণ্টো আমার গ্রেপ্তারের জন্য তিন হাজার টাকা পুরস্কার ছাপয়ে দিলে—আমি ব্রহ্মচারী হয়ে কাশী গেলেম । আমার তহবিল খাকৃতি, যোগজীবন টাকা দেবে বলে এখানে নিয়ে এল— আর । আপনাকে অমর হাজার টাকা দিচ্চি । ভোলানাথের হস্ত ধরিয়! লীলাবতীর প্রবেশ । ভোলা। অরবিন্দ বাবু এই তোমার কনিষ্ঠ ভগিনী, লীলাবতী । অর। ললিত এবং সিদ্ধেশ্বর বাবু লীলাবতীর সমুদয় কথা অামায় বলেছেন—ললিত প্রথমে জানতে পারেন নি লীলাবতী আমার ভগিনী, অামার সাক্ষাতে পরমানন্দে লীলাবতীর অলৌকিক রূপ লাবণ্য বর্ণন কত্তেন এবং বলতেন তার দেহ যদি দশ সহস্র খণ্ডে বিভক্ত করা যায় প্রত্যেক খণ্ডে দেখতে পাবে এক একটি লীলাবতী মূৰ্ত্তিমতী। ললিত এবং সিদ্ধেশ্বরের সহিত আমার সহসা সৌহার্দ হলো, মনে মনে কল্পনা কল্যেম ভবনে গমন করিব মাত্র লীলাবতীর সহিত ললিতের বিবাহ দেব— হর । ( ললিতকে আলিঙ্গনপুৰ্ব্বক ) বাবা ললিত আমি তোমার মনে অনেক ক্লেশ দিইচি, কিন্তু আমি তোমাকে অরবিন্দ অপেক্ষ স্নেহ করি—তুমি আমার লীলাবতীকে অতিশয় ভাল বাস, আমার লীলাবতী তোমার নাম করে জীবন ধারণ কচ্চেন—আজ আমার মহানন্দের দিন, কিন্তু যতক্ষণ তোমার সহিত লীলাবতীর পরিণয় সম্পাদন না হচেচ ততক্ষণ অামার আনন্দ সম্পূর্ণ হচ্চে ন—( ললিতের হস্তের উপূৰ্ব লীলাবতীর হস্ত রাখিয় ) - - - আত্মীয়-স্বজন-গণ সুখে সম্ভাষিয়ে, তনয়ার মনোভাব মনেতে বুঝিয়ে, শুভ দিনে শুভ ক্ষণে সানন্দ অস্তরে, আপিলাম লীলাবতী ললিতের করে । ( নেপথ্যে হুলুধ্বনি ) । হুলু সকলের প্রস্থান । $off of