পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নীল-দৰ্পণ 8వె উড। অামি ওকে জানি ঐ বাঞ্চৎ আমার কথা খবরের কাগজে লিখিয়া দেয় । গোপী । আপনাদের কাগজের কাছে উহাদের কাগজ দাড়াইতে পারে না, তুলনা হয় না, ঢাকাই জালার কাছে ঠাণ্ড জলের কুঁজে । কিন্তু সংবাদপত্রটি হস্তগত করিতে হুজুরদিগের অনেক ব্যয় হইয়াছে, যেমন সময়, সময় গুণে অাপ্ত পর । খোড়া গাধা ঘোড়ার দর । উড । নীলকণ্ঠ কি করিল ? গোপী । নীলকণ্ঠ বাবু আমিনকে অনেক ভৎসনা করেন, অামিন তাহাতে লজ্জিত হইয়া গোলদারের বাড়ী ফিরিয়া গিয়া দুই টাকার সহিত দাদনের টাকাটি ফেরত লইয়। আসিয়াছে । চন্দ্র গোলদার সাতান, ৩।৪ বিঘা নীল অনায়াসে দিতে পারিত, এই কি চাকরের কায ? আমি দেওয়ানি অামিনি দুই করিতে পারি তবেই এ সব নিমকহারামি রহিত হয় । উড। বড় বজাতি, ছাফ নেমকহারামি । গোপী । ধৰ্ম্মাবতার বেয়াদবি মাফ হয়—আমিন আপনার ভগিনীকে ছোট সাহেবের কামরায় আনিয়াছিল। উড । হা হঁ। আমি জানি, ঐ বাঞ্চৎ আর পডী ময়রাণী ছোট সাহেবকে খারাপ করিয়াছে । বজ্জাৎকো হাম জরূর শেখলায়েঙ্গে, বাঞ্চংকে। হামার বটুনেক ঘরমে ভেজ ডেয়। উডের প্রস্থান গোপী । দেখ দেখি বাবা কার হাতে বাদোর ভাল খেলে । কায়েত ধূৰ্ত্ত আর কাক ধূৰ্ত্ত। ঠেকিয়াছ এইবার কায়েতের ঘায়। বোনাই বাবার বাবা হার মেনে যায় ॥