পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ԳՆ দীনবন্ধু-গ্রন্থাবলী একজন চাপরাসির প্রবেশ তুমি জেলের চাপরাসি না ? চাপ । মশাই এটুটু জলদি করে জেলে আসেন। দারগা ডেকেচেন । বিন্দু। আমার বাবাকে তুমি আজ দেখেছ। চাপ । আপনি আসেন। আমি কিছু বলতি পারি নে। বিন্দু। চল বাপু । ( পণ্ডিতের প্রতি ) বড় ভাল বোধ হইতেছে না আমি চলিলাম । চাপরাসি ও বিন্দুমাধবের প্রস্থান পণ্ডিত । চল আমরাও জেলে যাই, বোধ হয় কোন মন্দ ঘটনা হইয়া থাকিবে । উভয়ের প্রস্থান তৃতীয় গর্ভাঙ্ক ইন্দ্রাবাদের জেলখানা গোলোকচন্দ্রের মৃতদেহ উড়ানি পাকান দড়িতে দোদুল্যমান। জেলদারোগা এবং জমাদার আসীন দারো । বিন্দুমাধববাবুকে কে ডাকিতে গিয়াছে ? জমা । মনিরদি গিয়াছে । ডাক্তার সাহেব না এলে তো নাবান হইতে পারে না । দারে। মাজিষ্ট্রেট সাহেবের আজ আসিবার কথা অাছে না ? জমা । আজ্ঞে না, তার আর চার দিন দেরি হবে। শনিবারে শচীগঞ্জের কুটিতে সাহেবদের সাম্পিন পার্টি আছে, বিবিদের নাচ হবে। উড় সাহেবের বিবি আমারদিগের সাহেবের