বিষয়বস্তুতে চলুন

পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/১৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন। ঋষিগণ বলেন,— “পিতা স্বর্গ পিতা ধৰ্ম্মঃ পিতা হি পরমং তপঃ, পিতরি খ্ৰীতিমাপন্নে প্রায়ন্তে সৰ্ব্ব-দেবতা ।” পিতা স্বর্গ, পিতা ধৰ্ম্ম, পিতাই পরম তপস্যার বিষয় এবং পিতা সন্তুষ্ট হইলে, সকল দেবতাই সন্তুষ্ট হন । জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। জননী আর জন্মভূমি স্বৰ্গ হইতেও শ্রেষ্ঠ । হায় । আধুনিক পুত্ৰগণ পিতামাতাকে সেই উচ্চাসন প্রদান করিতে কুষ্ঠিত । “মাতরং পিতরঞ্চৈব সাক্ষাৎ প্রত্যক্ষ দেবতাম”, পিতা মাতা সাক্ষাৎ দেবতা স্বরূপ,—এভাবটুি আর আধুনিক সন্তানগণের মনে স্থান পায় না। মা ! সেই পিতৃমাতৃভক্ত পুত্ৰগণ এখন কোথায় গেল ? অার কি তাহাদের আবির্ভাব হইবে না ! ৯ । সাধারণ অন্নচিন্তা ও দুর্ভিক্ষ । নারায়ণ দেখিলেন,এ দেশে তুর্ভিক্ষ বার মাসই বিরাজমান। লবণ ভিন্ন, আর কোন দ্রব্যই সুলভ নহে। চাউলের মণ পাঁচ টাকার নূ্যন নহে। দুগ্ধ প্রতি সের তিন আনা কিম্বা চারি আনা ; মৎস্য দুর্লভ ; শাক শক্তিও ভূপ্রাপ্য। এই সকল হৃদয়বিদারক দৃশ্ব দর্শন করিয়া নায়ায়ণ চিন্তা করিতে লাগিলেন, “আর গরীব গৃহস্থ, এক্ষণে, স্বর্ণ-প্রসূ - >br○