বিষয়বস্তুতে চলুন

পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন । নারদ । আপনাদের মহাত্ম্য বর্ণনা করা যায না । “আমরা ঘোর অপরাধী, মহাপাষণ্ড,” এই বলিয়া, ব্রাহ্মণ নির্মালিত নেত্রে ও তদগত চিত্তে শ্ৰীকৃষ্ণকে ধান করিতে লাগিলেন । ব্রাহ্মণের তন্ময়ত সন্দর্শনে, সকলেই নিৰ্ম্মিত হইলেন, এবং সকলের নয়ন যুগল হইতেই, প্রেমাশ্র বিগলিত হইতে লাগিল । অতঃপর, নারদ, নারায়ণকে বলিলেন, “প্রভো ! দিন প্রায় অবসান হইল : সূৰ্য্যদেবের আস্তাচলগমনের আর বিলম্ব নাই ; আজ আমরা পল্লীবাসীর নিকট হরিনাম-কীৰ্বন করিব” । নারায়ণ উত্তর করিলেন, “এ অতি উত্তম কথা । গণপতি হরি-সঙ্কীর্তন করিতে করিতে, পাষণ্ড হলধরের বাটার দিকে অগ্রসর হউক, আর তুমি অন্য দিকে যাও । এ দিকে আমি ও পাষণ্ডকে শিক্ষা দিবার উপায় চিন্তু করি ।” নারদ ও গণেশ নারায়ণকে প্রণাম পুনর্বক, হরি-সঙ্কীর্তন করিতে বহির্গত হইলেন । তাহদের মধুর কণ্ঠ-বিনিঃস্ত সঙ্গীতশ্রবণে, নিতান্ত পাষাণ হৃদয় ও গলিতে লাগিল, অনেক সদয়মরুতেও ভক্তি-কুহুম প্রস্ফুটিত হইল । › ጾ