পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৮ অধ্যায় ।] মথিলিখিত সুসমাচার। No. ৬২ তদনন্তর নিস্তার পর্বের আয়োজন দিনের পরদিবসে প্রধান যাজকের ও ফিন্ধশিরা একত্র হইয়া পীলাতের ৬৩ নিকটে গিয়া কহিল, হে মহাশয়, সেই প্রবঞ্চক জীবৎকালে কহিয়াছিল, তিন দিন পরে কবরহইতে উঠিব, এ ৬৪ কথা আমাদের স্মরণে আছে ; অতএব তৃতীয় দিবস পর্য্যন্ত তাহার কবর স্থান রক্ষা করিতে অজ্ঞ করুন ; নতুবা তাহার শিষ্যেরা রাত্ৰিযোগে আসিয় তাহাকে হরণ করিয়া লোকদিগকে বলিবে, তিনি কবরহইতে উঠিয়াছেন ; তাহা হইলে প্রথম ভ্রান্তির অপেক্ষ শেষভ্রান্তি বড় হুইবে । ৬৫ তখন পীলাত কহিল, তোমাদের নিকটে প্রহরিবগ আছে, ৩৬ তোমরা গিয়া যথা সাধ্য রক্ষা করাও । তাহাতে তাহার। গিয়া সেই দ্বারের প্রস্তরে মুদ্রাঙ্ক দিয়া প্রহরবগ রাখিয়৷ কবরস্থান রক্ষা করাইল । ২৮ অধ্যায় । ১ খ্রীষ্টের উত্থান, ১১ ও প্রহরিগণকে উৎকোচ দেওন, ২৬ ও শিষ্যদিগকে গ্রীষ্টের দশন ও আজ্ঞা দেওন । ১ তদনন্তর বিশ্রামবারের শেষে সপ্তাহের প্রথম দিনের প্রভাত উপস্থিত হইলে মগ্‌দলীনী মরিয়ম ও অন্য মরিয়ম্। ২ কবর দেখিতে আইল । তখন মহাভূমিকম্প হইল ; এবং পরমেশ্বরের দূত স্বৰ্গহইতে নামিয়। কবরদ্বারহইতে ৩ প্রস্তর সরাইয় তাহার উপরে বসিল । তাহার মুখ বিদ্যুতের ন্যায় তেজোময়, এবং বস্ত্র হিমের ন্যায় শুভ্রবর্ণ। ৪ তখন প্রহরিবর্গ তাহার ভয়েতে কম্পান্বিত হইয়। মৃতবৎ ৫ হইল । এবং ঐ দূত স্ত্রীদিগকে কহিল, তোমরা ভয় করিও না ; ক্রুশে হত যীশুর অন্বেষণ করিতেছ, তাহ জানি । ৬ তিনি এ স্থানে নাই ; যেমন কহিয়াছিলেন, সেই মত উত্থান ৭ করিলেন ; আইস, প্রভুর শয়নস্থান দর্শন কর । আর শীর্ঘ 99