পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

め、 মার্কলিখিত সুসমাচার। [৬ অধ্যায়। তখন তিনি তাহাদিগকে নানা প্রসঙ্গের উপদেশ দিতে লাগিলেন । পরে দিবসাবসান হইলে শিষ্যগণ আসিয়া যীশুকে ৩৫ কহিল, এই নিৰ্জ্জন স্থান, এবং দিবসও অবসান হইল । লোকদের সঙ্গে খাদ্য কিছুই নাই, অতএব চতুর্দিকে ৩৬ পল্লীতেহ ও গ্রামে ২ ফাইতে ও আপনাদের নিমিত্তে খাদ্য সামগ্ৰী ক্রয় করিতে তাহাদিগকে বিদায় করুন । তখন ৩৭ তিনি তাহাদিগকে উত্তর করিলেন, তোমরাই তাহাদিগকে ভোজন করাও ; তাহাতে তাহার। কহিল, আমরা গিয়া কি দুই শত সিকার রুট ক্রয় করিয়া তাহাদিগকে ভোজন করাইব ? তখন তিনি তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, ৩৮ তোমাদের নিকটে কত রুট আছে? যাইয় দেখ; তাহাতে তাহার। দেখিয় তাহাকে কহিল, পাচখান রুট অণর मूझैग्ने। মৎস্য আছে । তখন তিনি লোকদিগকে নবীন ৩৯ ঘাসের উপরে শ্রেণীবদ্ধ করিয়া বসাইতে আজ্ঞা করিলেন ; তাহাতে তাহারা শতহ জন ও পঞ্চাশ ২ জন করিয়া সারি ২ ৪০ ভূমিতে বসিল । পরে তিনি সেই পাচ রুট ও দুই মৎস্য ৪১ লইয়া স্বর্গের প্রতি দৃষ্টিপাত করিয়৷ ঈশ্বরের গুণানুবাদ করিলেন, এবং সেই রুট ভাঙ্গিয় লোকদিগকে পরিবেষণ করণার্থে শিষ্যদিগকে দিলেন; আর দুই মৎস্য অংশ করিয়া সকলকে দিলেন । তাহাতে সকলে ভোজন করিয়া তৃপ্ত ৪২ ছইল। পরে তাহার অবশিষ্ট রুটতে ও মৎস্যেতে পরিপূর্ণ ৪৩ বারে। ডালী উঠাইয়া লইল । এই ভোক্তার প্রায় পাচ ৪ ৪ সহস্র পুরুষ ছিল । অনন্তর তিনি লোকদিগকে বিদায় করণের পূর্বে শিষ্য- ৪৫ দিগকে নৌকারোহণ করিতে ও আপনার অগ্রে বৈৎসৈদ। নগরের আড়পারে যাইতে দৃঢ় আজ্ঞা করিলেন । আর ৪৬ 122