পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮ অধ্যায়।] যোহনলিখিত সুসমাচার। א(y\ס ৪৭ তবে অামাকে কেন প্রত্যয় কর না ? যে কেহ ঈশ্বরের লোক, সে ঈশ্বরের কথাতে মনোযোগ করে ; তোমরা ঈশ্বরের লোক নহ, এ প্রযুক্ত তাহাতে মনোযোগ কর না । ৪৮ তখন যিহুদীয়ের উত্তর করিল, তুমি এক জন শোমিরোণীয় ভূতগ্ৰস্ত, আমরা কি ইহা ভাল বলি নাই ? ৪৯ তাহাতে যীশু উত্তর করিলেন, আমি ভূতগ্রস্ত নহি; কিন্তু আপন পিতার সন্মান করিতেছি; তাহাতে তোমরা আ৫ - মার অপমান করিতেছ। আমি আপনার সুখ্যাতি চেষ্টা করি না ; কিন্তু চেষ্টাকারী এবং বিচারকারী আর এক ৫ ১ জন আছেন । আমি তোমাদিগকে অতি যথার্থ কহিতেছি, যে জন আমার কথা পালন করে, সে কদাচ ৫২ মৃত্যুর দর্শন পাইবে না । যিহুদীয়ের বলিল, তুমি ভূতগ্রস্ত, ইহা এখন জানিলাম ; ইব্রাহীম এবং ভবিষ্যদবক্তৃগণ সকলেই মরিয়াছে, কিন্তু তুমি বলিতেছ, যে ব্যক্তি আমার কথা পালন করে, সে মৃত্যুর আস্বাদন কখ৩ নো পাইবে না । তবে তুমি কি আমাদের পূর্বপুরুষ ইব্রাহীমহইতেও বড় ? তিনিও মরিয়াছেন, এবং ভবিষ্যদ্বক্তৃগণও মরিয়াছে ; তুমি আপনাকে কোন ব্যক্তি ৫ ৪ করিয়া জ্ঞান কর ? যীশু উত্তর করিলেন, আমি যদি আপনার সন্মান আপনি করি, তবে আমার সে সম্মান কিছুই নয় ; কিন্তু আমার পিতা, যাহাকে তোমরা আপনাদের ঈশ্বর করিয়া বল, তিনি আমার সন্মান ৫৫ করেন । তোমরা তাহাকে জান না ; কিন্তু ‘আমি তাহাকে জানি না, এমন কথা যদি বলি, তবে তোমাদেরই তুল্য মিথ্যাবাদী হই ; কিন্তু আমি তাহাকে ৫৬ জানি, তাহার আজ্ঞাও পালন করি । তোমাদের পূর্ব পুরুষ ইব্রাহীম আমার সময় দেখিতে অত্যন্ত বাঞ্ছ। o 313 -