পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২২ অধ্যায় ।] প্রেরিতদের ক্রিয়ার বিবরণ। 8(t@。 ২১ তাহারা জ্ঞাত আছে । তাহাতে তিনি কহিলেন, প্রস্থান কর, তোমাকে দূরে অন্যদেশীয়দের কাছে প্রেরণ করিব ৷ ২২ তখন লোকেরা এই পৰ্য্যন্ত তাহার কথা শুনিয়৷ উচ্চৈঃস্বরে কহিল, ইহাকে ভূমণ্ডলহইতে দূর করিয়া ২৩ দেও, এমন লোককে জীবৎ রাখা উচিত নয় । ইহা উচ্চৈঃস্বরে বলিয়া বস্ত্র ত্যাগ করিয়া আকাশে ধূলি ২৪ ক্ষেপ করিলে সহসুসেনাপতি পোলকে দুর্গে লইয়। যাইতে আজ্ঞা দিল। এবং ইহার প্রতিকুল হইয়া লোকেরা কিসের নিমিত্তে এমন উচ্চৈঃস্বর করিল, ইহা জানিতে তাহাকে দুর্গে আনিয়া কোড়া প্রহারদ্বার। ২৫ তাহার পরীক্ষা করিতে অজ্ঞা করিল । এবং চৰ্ম্মনিৰ্ম্মিত বন্ধনীদ্বারা তাহাকে বদ্ধ করিতে উদ্যত হইলে পৌল সম্মুখস্থ শতসেনাপতিকে কহিল, আদণ্ডাজ্ঞাপ্রাপ্ত রোমি লোককে প্রহার করিতে কি তোমাদের অধি২৬ করে আছে ? এ কথা শুনিয়া সে সহ্সসেনাপতির নিকটে গিয়া এই সংবাদ দিল, সে ব্যক্তি রোমি ২৭ লোক, অতএব সাবধান হইয়। কৰ্ম্ম করিও । তাহাতে সহস্সেনাপতি গিয়া তাহাকে জিজ্ঞাসা করিল, তুমি কি রোমি লোক ? আমাকে বল । সে কহিল, হুঁ ৷ ২৮ তাহাতে সহস্ৰসেনাপতি কহিল, বহু ধন দিয়া আমি এই অধিকার পাইলাম ; কিন্তু পেীল কহিল, আমি ২৯ জন্মের দ্বারা . পাইলাম । এমন হইলে যাহার প্রহার দ্বারা তাহার পরীক্ষা করিতে উদ্যত ছিল, তাহার। তাহার নিকটহইতে প্রস্থান করিল ; এবং সহস্সেনাপতি তাহাকে রোমি লোক জানিয়া আপনি যে তা হাকে বন্ধন করিয়াছিল, ইহার নিমিত্তে ভীত হইল । 455