পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/১১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লেৰীয় পুস্তক অর্থাৎ মূসালিখিত তৃতীয় পুস্তক। ১ অধ্যায় । ১ হোমের বিধি, ও অর্থাৎ গোরুর, ১৪ ও মেষের, ১ ৪ ও পক্ষির হোমের বিধি ।

  • অপর পরমেশ্বর মণ্ডলীর আবাসে থাকিয়া মূসাকে ডাকিয় এই কথা কহিলেন, তুমি ইসুয়েল বKশের সহিত কথা কহিয়া তাহাদিগকে বল, তোমাদের কেহ যদি পরমেশ্বরের উদ্দেশে বলি উৎসর্গ করে, তবে সে গোরু কিম্বা মেষপালহইতে বলি লইয়া উৎসর্গ করুক।
  • সে যদি গোপাল্লহইতে হোমার্থক বলি দিতে চাহে, তবে নিৰ্দ্দোষ পুখপস্ত লইয়া পরমেশ্বরের সম্মুখে গ্রাহ্য হওনার্থে মণ্ডলীর আবাসদ্বারের নিকটে আনয়ন করিবে। * পরে হোমবলির মস্তকে হস্তাপর্ণ করিবে, তাহাতে সে বলি তাহার প্রায়শ্চিত্তরূপে গ্রাহ্য হইবে। * পরে সে পরমেশ্বরের সম্মুখে ঐ বৎসকে বধ করিলে হারোণের পুত্র যাজকগণ তাহার রক্ত লইয়া মণ্ডলীর আবাসদ্বারের নিকটস্থ বেদির উপরে চতুদিগে ছিটাইবে। - এবং সে তাহার চর্ম খুলিয়া তাহাকে খণ্ড ২ করিবে । * পরে হারোণ ষাজকের পুত্ৰগণ বেদির উপরে অগ্নি রাখিবে, ও অগ্নির উপরে কাষ্ঠ সাজাইবে । ৮ এব^ হারোণের পুত্র যাজকের সেই বেদির উপরিস্থ অগ্নির ও কাষ্ঠের উপরে তাহার খগু সকল ও মস্তক ও মেদ রাখিবে। P কিন্তু তাহার নাড়ী ও পদ জলে ধৌত করিবে ; পরে যাজক বেদির উপরে সে সমস্ত দগ্ধ করিবে ; তাহাতে তাহ পরমেশ্বরের উদ্দেশে অগ্নিকৃত সুগন্ধি হোমবলি হইবে।
    • আর যদি সে মেষের কিম্বা ছাগের পাল,

হইতে হোমার্থক বলি দিতে চাহে, তবে নিৰ্দ্দোষ পূ২পশু লইয়া বেদির পাশ্বে উত্তরদিগে পরমেশ্বরের সম্মুখে বধ করিবে, এবং হারোণের পুত্র যাজকগণ বেদির উপরে চারি দিগে তা হার রক্ত ছিটাইবে। ১২ পরে সে তাহা খণ্ড ২ O করিলে যাজক মস্তক ও মেদগুদ্ধ তাহ বেদির উপরিস্থ অগ্নির ও কাষ্ঠের উপরে সাজাইবে । ** কিন্তু তাহার নাড়ী ও পদ জলে ধৌত করিবে ; পরে যাজক সে সমস্ত উৎসর্গ করিয়া বেদির উপরে দগ্ধ করিবে ; তাহাতে তাহ পরমেশ্বরের উদ্দেশে অগ্নিকৃত সুগন্ধি হোমবলি হইবে । -

  • আর যদি সে পরমেশ্বরের উদেশে পক্ষিগণহইতে হোমার্থক বলি দিতে চাহে, তবে ঘুঘুদের কিম্ব কপোতশাবকদের মধ্যহইতে সেই বলি লইবে। ** পরে যাজক তাহা বেদির নিকটে আনিয়া তাহার মস্তক মুচড়াইয়া তাহাকে বেদিতে দগ্ধ করিবে, এব^ তাহার রক্ত বেদির পাশ্বে নিষপীড়ন করিবে। -- পরে সে তাহার মলের সহিত আমাশয় লইয়া বেদির পূৰ্ব্বপাশ্বে ভস্মের স্থানে নিক্ষেপ করবে। * পরে পক্ষের মূল ভাঙ্গিবে, কিন্তু তাহাকে দুই ভাগ করিবে না, এবং যাজক বেদির উপরিস্থ অগ্নির ও কাষ্ঠের উপরে তাহাকে দগ্ধ করিবে ; তাহাতে তাহ পরমেশ্বরের উদ্দেশে অগ্নিকৃত সুগন্ধি হোমবলি হইবে। । -

২ অধ্যায় । ১ ভক্ষ্য নৈবেদের বিধি, ৪ অর্থাৎ তুন্দূরে জাত নৈবেদের কথা, ৫ ও পাত্ৰে ভৰ্জ্জিত নৈবেদ্যের - কখl, ৭ ও কটাহে ভজ্জিত নৈবেদ্যের কথা, ১১ ও নৈবেদ্য প্রস্তুত করণের কথা ।

  • আর কেহ যদি পরমেশ্বরের উদ্দেশে ভক্ষ্য নৈবেদ্য দিতে চাহে, তবে সূক্ষম সুজি তাহার নৈবেদ্য হইবে, এবং সে তাহার উপরে তৈল ঢালিয়া কুন্দুরু দিয়া হারোণের পুত্র যাজকদের নিকটে তাহা আনিবে, তাহাতে যাজক তাহাহইতে এক মুষ্টি সূক্ষম সুজি ও কিঞ্চিৎ তৈল ও সমস্ত কুন্দুরু লইয়। তৎস্মরণার্থক অংশরূপে বেদির উপরে দগ্ধ করিবে ; তাহাতে তাহ পরমেশ্বরের উদ্দেশে অগ্নিকৃত সুগন্ধি নৈ

97