পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/১৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২,১৩ অধ্যায় ]

  • মুসা যে স্ত্রীকে বিবাহ করিয়াছিল, সে কুশদেশীয় ছিল, অতএব তাহার সেই কুশীয় স্ত্রীর নিমিত্তে মরিয়ম ও হারোণ মূসার বিপরীতে কথা কহিতে লাগিল। ২ তাহারা কহিল, পরমেশ্বর কি কেবল রা কথা কহেন ? আমাদের দ্বারাও কি কহেন না ? কিন্তু এ কথা পরমেশ্বর শুনিলেন। • ভূমণ্ডলস্থ মনুষ্যদের মধ্যে মূসা সৰ্ব্বাপেক্ষা নমু ছিল। p
  • পরে পরমেশ্বর অকস্মাৎ মূসাকে ও হারোশকে ও মরিয়মকে কহিলেন, তোমরা তিন জন বাহির হইয়া মণ্ডলীর আবাসস্বারের নিকটে আইস ; তাহাতে তাহারা তিন জন বাহির হইল । * তখন পরমেশ্বর মেঘস্তম্ভে নামিয়া আবাসস্বারে দাড়াইয়া হারোণকে ও মরিয়মকে ডাকিলেন ; তাহাতে তাহারা উভয়ে বাহির হইলে * তিনি কহিলেন, তোমরা আমার কথা শুন ; তোমাদের মধ্যে যদি কেহ ভবিষ্যদ্বক্তা হয়, তবে আমিই পরমেশ্বর তাহার নিকটে কোন দশনদ্বারা আপনাকে প্রকাশ করি, কিম্বা স্বপ্নেতে তাহার সহিত কথা কহি আমার সেবক মূসা সে রূপ নয়, সে আমার সমস্ত বাটীর মধ্যে বিশ্বাসের পাত্র। ৮ তাহার সহিত আমি গুপ্ত রূপে নয়, কিন্তু মুখামুখি হইয়া ব্যক্তরূপে কথা কহি, ও সে পরমেশ্বরের মূৰ্ত্তি দর্শন করে অতএব আমার দাস মূসার প্রতিকুলে কথা কহিতে তোমরা কেন ভীত হইল না ? - এই রূপে তাহাদের প্রতি পরমেশ্বরের ক্রোধ প্রজবলিত হইল ; পরে তিনি প্রস্থান করিলেন ।
    • পরে আবাসের উপর হইতে মেঘ প্রস্থান করিলে মরিয়মের বরফের ন্যায় কুষ্ঠ হইল ; তাহাতে হারোণ মরিয়মের প্রতি অবলোকন করিয়া তাহাকে কুষ্ঠগুস্তা দেখিল। ** এবং হারোণ মূসাকে কহিল, হায় ২, হে আমার প্রভো, এ বিষয়ে আমরা উন্মত্তের কর্ম করিয়া যে পাপ করিলাম, বিনয় করি, সেই পাপের ফল আমাদিগকে দিও না। ২ মাতৃগৰ্বহইতে নিঃসরণ কালে যাহার মা^স অন্ধনষ্ট, এমত শবের ন্যায় ইহাকে করিও না। * তাহাতে মূসা পরমেশ্বরের কাছে প্রার্থনা করিয়া কহিল, হে ঈশ্বর, বিনয় করি, ইহাকে সুস্থা কর।
    • পরে পরমেশ্বর মূসাকে কহিলেন, যদি ইহার পিতা ইহার মুখে থুথু দিত, তবে এ কি সাত দিবস লজ্জা পাইত না ? সেই রূপে সাত দিবস পর্যন্ত এ শিবিরের বাহিরে রুদ্ধ হউক ; পরে পুনৰ্ব্বার গ্রাহ্য হইবে। * তাহাতে মরিয়ম সাত দিবস শিবিরের বাহিরে রুদ্ধ হইল, এবং যাবৎ মরিয়ম ভিতরে আনীত না হইল, তাবৎ লোকেরা য়াত্রা করিল না। . ** পরে লো

গণনাপুস্তক। X 8 No) কেরা হৎসেরোংহইতে প্রস্থান করিয়া পারণ প্রান্তরে শিবির স্থাপন করিল। - ১৩ অধ্যায়। ১ দেশ অনুসন্ধান করিতে প্রেরিত লোকদের নাম, ১৭ ও তাহদের প্রতি মূসার আজ্ঞ, ২১ ও তাহদের যাত্রার বিবরণ, ২৬ ও তাছাদের পুনর্বার আগমন ও সAবাদ দেওন ।

  • পরে পরমেশ্বর মূসাকে কহিলেন, ২ আমি ইসুয়েল বংশকে যে কিনানদেশ দিব, তুমি গোপনে তাহ দেখিতে লোকদিগকে প্রেরণ কর, ফলতঃ তাহাদের প্রত্যেক পিতৃবংশের মধ্যে যে ২ লোক প্রধান, তাহাদিগকে প্রেরণ কর। - তাহাতে যে ২ লোক ইস্রায়েল বংশের অধ্যক্ষ ছিল, তাহাদিগকে মূসা পরমেশ্বরের আজ্ঞানুসারে পারণ প্রান্তর হইতে প্রেরণ করিল। * তাহাদের প্রত্যেকের নাম ; রূবেণ বংশজাত সকফুরের পুত্র শমূয়, “ ও শিমিয়োন বxশজাত হোরির পুত্র শাফটু, ও যিহুদা ৰথশজাত যিফুন্নির পুত্র কালেব, ও ইষাখর বংশজাত মূৰফের পুত্র যিগাল, ৮ ও ইফুয়িম বxশজাত নুনের পুত্র হোশেয়, * ও বিনামীন বংশজাত রাফুর পুত্র পলটি। - এবং সিকু লুন বংশজাত সোদির পুত্র গদীয়েল, ও যুষফ বংশজাত অর্থাৎ মিনশি বংশজাত সুষির . পুত্র গদি, খ ও দান বংশজাত গিমল্লির পুত্র অষ্মীয়েল, ৩ ও অাশের বংশজাত মাখায়েলের পুত্র সিথুর, ** ও নপ্তালি বংশজাত বপিন্সর পুত্ৰ নহবি, “ ও গাদৃ বংশজাত মাখির পুত্র গুয়েল। ** এই সকল নামবিশিষ্ট লোকদিগকে মূসা গোপনে দেশ দেখিতে প্রেরণ করিল ; এবং নুনের পুত্র হোশেয়ের নাম যিহোশূয় রাখিল। -
  • পরে মূসা কিনানদেশ নিরীক্ষণ করিতে প্রেরণ সময়ে তাহাদিগকে কহিল, তোমরা এই দক্ষিণ প্রদেশে গিয়া পৰ্ব্বত আরোহণ কর । ১৮ এবং সে দেশ কেমন, ও তাহাতে বাসকারি লোকের বলবান কি দুৰ্ব্বল, ও অল্প কি অনেক ; ** এব^ তাহারা যে দেশে বাস করে তাহা কেমন, ভাল কি মন্দ ; ও যে ২ নগরে বাস করে, তাহ কি প্রকার; তাহারা তাম্বুতে কি গড়েতে কিসে বাস করে ; ** ও তাহাদের ভূমি কি প্রকার, উর্বরা কি মরু ; তাহার মধ্যে বৃক্ষ আছে কি না, তাহা দেখ ; এব^ তোমরা সাহসী হইয়া সেই দেশের কোন ২ ফল সঙ্গে করিয়া আন। তখন প্রথম দ্রাক্ষাফলের সময় ছিল।

২• তাহাতে তাহারু যাত্রা করিয়া সীন প্রান্তরাবধি হমাতে প্রবেশস্থানস্থিত .fরহোর পর্যন্ত 143