পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/২০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় খিয়া আমাকে দিলেন। * পরে আমি মুখ ফিরাইয়া পৰ্ব্বতহইতে নামিয়া আমার প্রতি পরমেশ্বরের আজ্ঞানুসারে সেই দুই প্রস্তর আপন নির্মিত সিন্দুকে রাখিলাম, তদবধি সেই প্রস্তর সেই স্থানে আছে।

  • পরে ইস্রায়েল বংশ বেরোৎ-বিনেয়াকনৃহইতে মোষেরোতে যাত্রা করিলে সে স্থানে হারোণ মরিল, এবং সেই স্থানে তাহার কবর হইল ; তাহাতে তাহার পুত্র ইলিয়াসর তাহার পদ প্রাপ্ত হইয়। যাজনকর্ম করিল। * পরে তাহার সে স্থানহইতে গুদৃগোদাতে যাত্রা করিল, এবং গুদুগোদাহইতে সজল স্রোতোবিশিষ্ট ঘটুবাথা দেশে প্রস্থান করিল।

৮ সেই সময়ে আদ্যকার মত পরমেশ্বরের নিয়মের সিন্দুক বহিতে ও পরমেশ্বরের পরিচর্য করিবার জন্যে র্তাহার সাক্ষাতে দাড়াইতে ও র্তাহার নামে আশীৰ্ব্বাদ করিতে পরমেশ্বর লেবীয় বংশকে পৃথক করিলেন। - এই জন্যে আপন ড্রাতৃগণের মধ্যে লেৰীয়দের কোন অংশ কিম্বা অধিকার নাই; তোমাদের প্রভু পরমেশ্বরের বাক্যানুসারে পরমেশ্বরই তাহাদের অধিকার । - - ** অপর সেই সময়েও আমি পূৰ্ব্বকার ন্যায় চল্লিশ দিবারাfত্ৰ পৰ্ব্বতে থাকিলাম ; তাহাতে পরমেশ্বর তৎকালেও আমার নিবেদন শুনিয় তোমাদিগকে বিনষ্ট না করিতে সম্মত হইলেন। ** অনন্তর পরমেশ্বর আমাকে কহিলেন, উঠ, তুমি যাত্রার নিমিত্তে লোকদের অগ্রগামী হও, আমি তাহাদিগকে যে দেশ দিতে তাহাদের পূৰ্ব্বপুরুষদের কাছে দিব্য করিয়াছি, তাহারা সেই দেশে প্রবেশ করিয়া তাহা অধি কার করুক। - - - -

    • হে ইস্রায়েল বংশ, এখন তোমাদের প্রভু পরমেশ্বরকে ভয় করণ, ও তাহার সকল পথে গমন ও র্তাহাকে প্রেম করণ, এবং সমস্ত অন্তঃকরণ ও সমস্ত প্রাণের সহিত তোমাদের প্রভ পরমেশ্বরের সেবা করণ ; ** এবx আদ্য আমি তোমাদের হিতার্থে পরমেশ্বরের যে ২ আজ্ঞা ও বিধি তোমাদিগকে দিতেছি, সেই সকল পালন করণ, ইহা ব্যতিরেকে তোমাদের প্রভু পরমেশ্বর তোমাদের কাছে আর কি চাহেন ? ** দেখ, আকাশমণ্ডল ও উপরিস্থ স্বর্গ এবং পুথিবী ও তন্মধ্যস্থ তাবৎ বস্তু তোমাদের প্রভু পরমেশ্বরের। ** পরমেশ্বর তোমাদের পূৰ্ব্বপুরুষদের প্রতি স্নেহ করতে তুষ্ট ছিলেন, কেবল এই জন্যে তাহাদের পরে তাহাদের বংশকে অর্থাৎ আদ্যকার মত তোমাr দিগকে সৰ্ব্বজাতির মধ্যে মনোনীত করিলেন।

184 ᎼᎭ-8' বিবরণ ।

    • অতএব তোমরা আপন ২ অন্তঃকরণের অকছেদন কর, আর অবাধ্য হইও না। ** কেননা যিনি তোমাদের প্রভু পরমেশ্বর, তিনি ঈশ্বরদের ঈশ্বর ও প্রভুদের প্রভু, এবং মহান ও সৰ্ব্বশক্তিমান ও ভয়ঙ্কর ঈশ্বর ; তিনি কাহারে মুখাপেক্ষা করেন না, ও উৎকোচ গ্রহণ করেন না। ৮ তিনি পিতৃহীনদের ও বিধবাদের বিচার নিম্পন্ন করেন, এবং বিদেশিকে প্রেম করিয়া অন্ন বস্ত্র দেন । ** অতএব তোমরা বিদেশিকে প্রেম কর, কেননা মিসরদেশে তোমরাও বিদেশী ছিল । তোমরা আপন প্রভু পরমেশ্বরকে ভয় কর, ও তাহার সেবা কর, ও তঁাহাতে আসক্ত হও, ও তাহার নামে দিব্য কর । ** তিনি তোমাদের শোভা ও তোমাদের ঈশ্বর, এবং তোমরা স্বচক্ষুতে যাহ। ২ দেখিয়াছ, সেই সকল ভয়ঙ্কর মহাকর্ম তিনি তোমাদের জন্যে করিয়াছেন ৷ তোমাদের পূৰ্ব্বপুরুষেরা কেবল সন্তরি জন মিসরে গিয়াছিল, কিন্তু এখন তোমাদের প্রভু পরমেশ্বর তোমাদিগকে আকাশের তারার ন্যায় বহুসAখ্যক করিলেন ।

[১১ অধ্যায় । ১ ১ অধ্যায় । ১ ঈশ্বরের মহাকর্ম প্রযুক্ত র্তাহার আজ্ঞা পালন করিতে বিনয়, ১ • ও দেশের বর্ণনা, ১৩ ও আজ্ঞা পালনের ফল নির্ণয়, ১৮ ও সন্তানগণকে উপদেশ দিতে অজ্ঞ, ২২ ও আজ্ঞা পালনের কল, ২৬ ও শাপ ও আশীৰ্ব্বাদের কথা ।

  • তোমরা আপন প্রভু পরমেশ্বরকে প্রেম করিয়া তাহার রক্ষণীয় ও বিধি ও ব্যবস্থা ও আজ্ঞা সৰ্ব্বদা পালন কর । , , এব^ আদ্যাবধি জ্ঞানবান হও, যেহেতুক আমার কথা তোমাদের বালকগণের প্রতি নহে ; তাহারা তোমাদের প্রভু পরমেশ্বরের কৃত শাসন জানে নাই ও দেখে নাই ; কিন্তু তাহার মহিমা ও পরাক্রান্ত হস্ত ও বিস্তীর্ণ বাহু, ও আশ্চর্য লক্ষণ এবং মিসরদেশের মধ্যে মিসরদেশীয় ফিরেীন রাজের প্রতি ও তাহার সমস্ত দেশের প্রতি কৃত র্তাহার কাৰ্য্য ; " এবং মিসুীয় সৈন্যের ও অশ্বের ও রথের প্রতি কৃত র্তাহার কার্য, অর্থাৎ তোমাদের পশ্চাৎ তাহাদের তাড়না করণ সময়ে তিনি ষে রূপে সুফার্ণবের জল তাহাদের উপরে বহাইলেন, এবং পরমেশ্বর তাহাদিগকে আদ্য পর্যন্ত নষ্ট করিলেন ; “ এব^ এ স্থানে তোমাদের আগমন পর্যন্ত তোমাদের জন্যে প্রান্তরে ষাহা ২ করিয়াছেন ; * এব^ রুবেণের: পুত্র ইলীয়াবের , সন্তান দাথন ও অবীরামের প্রতি য়াহ। ২ . করিয়াছেন, ফলতঃ পুথিবী যে