পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/২৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩ অধ্যায় ।] aलि मूरउद्र দর্শন, ৮ ও মামোহের প্রতি मू८उज्ञ प्रश्रम, 5० ७ मारबां८झब्र रेम८द झ] ॐ५मार्ग रुझें५ ७ দুতের অন্তৰ্হিত হওন, ২৪ ও শিমশোনের জন্ম।

  • পরে ইস্রায়েল বংশ পরমেশ্বরের সাক্ষাতে পুনৰ্ব্বার কদাচরণ করিল ; তাহাতে পরমেশ্বর চল্লিশ বৎসর পর্যন্ত তাহাদিগকে পিলেষ্টীয়দের হন্তে সমপর্ণ করিলেন।

ং তৎকালে দান বংশে সরিয় নিবাসি মানোহ নামে এক মনুষ্য ছিল, তাহার স্ত্রী বন্ধ্যা হওয়াতে নিঃসন্তান ছিল । * পরে পরমেশ্বরের দূত সেই স্ত্রীকে দর্শন দিয়া কহিলেন, দেখ, তুমি বন্ধ্যা ও নিঃসন্তানা, তথাপি গৰ্ত্তধারণ করিয়া পুত্র প্রসব করিব । * অতএব সাবধান হও, দ্রাক্ষারস কিম্বা সুরা পান করিও না, ও কোন অশুচি বস্তু ভোজন করিও না। “ দেখ, তুমি গৰ্ত্ত ধারণ করিয়া পুত্র প্রসব করিব, কিন্তু তাহার মস্তকে ক্ষুর উঠিবে না, কেননা সে বালক গৰ্ত্তস্থ হওনালধি ঈশ্বরের উদ্দেশে নাসরীয় হইবে, এবং পিলেফ্টীয়দের হস্তহইতে ইস্রায়েল বxশকে উদ্ধার করণের আরম্ভ সেই করিবে । * পরে ঐ স্ত্রী আসিয়া আপন স্বামিকে কহিল, ঈশ্বরের এক লোক আমার নিকটে আইলেন, তাহার মুখ ঈশ্বরীয় দূতের মুখের ন্যায়, অতি ভয়ঙ্কর; কিন্তু তিনি কোথাহইতে আইলেন, তাহা আমি তাহাকে জিজ্ঞাসা করি নাই, এবং তিনিও আপন নাম আমাকে কহেন নাই। “ তিনি আমাকে কহিলেন, দেখ, তুমি গৰ্ত্তধারণ করিয়া পুত্র প্রসব করিব ; অতএব কোন প্রকার দ্রাক্ষারস কিম্বা সুরা পান করিও না, ও কোন অশুচি বস্তু ভোজন করিও না, কেননা সে বালক গৰ্ত্তস্থ হওনাবধি মরণদিন পর্যন্ত ঈশ্বরের উদ্দেশে নাসরীয় হইবে । ৮ তাহাতে মানোহ পরমেশ্বরের উদ্দেশে বিনয় করিয়া কহিল, হে প্রভো, ঈশ্বরের যে লোককে আমাদের কাছে প্রেরণ করিয়াছিলা, তিনি পূনৰ্ব্বার আমাদের কাছে আসিয়া, ভাবি বালকের প্রতি আমাদের কি কৰ্ত্তব্য, তাহা শিক্ষা দিউন । * তখন ঈশ্বর মানোহের কথা গ্রাহ্য করাতে ঈশ্বরের দূত পুনৰ্ব্বার সেই স্ত্রীর কাছে আইলেন ; তৎকালে সে ক্ষেত্রে বসিয়াছিল ; কিন্তু তাহার স্বামী মানোহ তাহার সঙ্গে ছিল না। * তাহাতে সে স্ত্রী শীঘু দৌড়িয়া যাইয়া আপন স্বামিকে সAবাদ দিয়া কহিল, দেখ, ঐ দিন যে লোক আমার কাছে আসিয়াছিলেন, তিনি পুনরায় আমাকে দর্শন দিলেন । • • তাহাতে মানোহ উঠিয়া আপন স্ত্রীর পশ্চাৎ ২ যাইয়া সেই লোকের কাছে ' আসিয়া তাহাকে জিজ্ঞাসা করিল, এই স্ত্রীর বিচারকর্তৃবিবরণ। ২৫৩ সঙ্গে যিনি কথা কহিয়াছিলেন, আপনি কি সেই লোক ? তিনি কহিলেন, আমি বটি । *ং পরে মানোহ কহিল, আপনকার বাক্য সফল হউক ; কিন্তু সেই বালকের প্রতি কি বিধি, ও কি কৰ্ত্তব্য ? *৩ তাহাতে পরমেশ্বরের দূত মানোহকে কহিলেন, আমি ঐ স্ত্রীকে যে সমস্ত আজ্ঞা করিয়াছি, তাহার বিষয়ে সে সাবধান থাকুক। " সে দ্রাক্ষালতাজাত কোন বস্তু ভোজন করিবে না, এবং দ্রাক্ষারস ও সুরা পান করিবে না, ও কোন অশুচি দ্রব্য ভোজন করিবে না ; আমি তাহাকে যে সকল আজ্ঞা করিয়াছি, সে তাহ পালন করুক ।

    • পরে মানোহ পরমেশ্বরের দূতকে কহিল, অামি নিবেদন করি, আপনকার জন্যে যাবৎ এক ছাগবৎসের আয়োজন করি, তাবৎ আপনি অনুগ্রহ করিয়া বিলম্ব করুন। * তাহাতে পরমেশ্বরের দূত মনোহকে কহিলেন, তুমি আমাকে বিলম্ব করাইলেও আমি তোমার খাদ্য দ্রব্য ভোজন করিব না ; এবং তুমি যদি হোমবলি উৎসর্গ কর,তবে পরমেশ্বরের উদ্দেশে করিতে হইবে। কিন্তু তিনি যে পরমেশ্বরের দূত, তাহ মানোহ জ্ঞাত ছিল না। ** পরে মানোহ পরমেশ্বরের দূতকে কহিল, আপনকার নাম কি ? আপনকার বাক্য সফল হইলে আমরা আপন

করি মর্যাদা করিব। ৮ তাহাতে পরমেশ্বরের দূত কহিলেন, তুমি কেন আমার নাম জিজ্ঞাসা করিতেছ? আমার নাম আশ্চৰ্য্য। ** পরে মানোহ এক ছাগবৎস ও তদুপযুক্ত নৈবেদ্য লইয়া পরমেশ্বরের উদ্দেশে পাষাণের উপরে নিবেদন করিল ; তাহাতে ঐ দূত মানোহের ও তাহার স্ত্রীর দৃষ্টিগোচরে আশ্চর্য রূপ আচরণ করিলেন। ং “ অর্থাৎ অগ্নিশিখ যজ্ঞবেদিহইতে আকাশের দিগে উৰ্দ্ধগত হইলে পরমেশ্বরের দূত মানোহের ও তাহার স্ত্রীর দৃষ্টিগোচরে ঐ যজ্ঞবেদির শিখাতে উৰ্দ্ধগমন করিলেন ; তাহাতে তাহারী মৃত্তিকাতে উবুড় হইয়া পড়িল । * তদবধি পরমেশ্বরের দূত মানোহের ও তাহার স্ত্রীর কাছে আর দর্শন দিলেন না ; তখন তিনি যে পরমেশ্বরের দূত, ইহা মানোহ জ্ঞাত হইল। ২ং পরে মানেহি আপন স্ত্রীকে কহিল, আমরা ঈশ্বরকে দেখিলাম, অবশ্য মরিব । ২৩ কিন্তু তাহার স্ত্রী তাহাকে কহিল, পরমেশ্বর যদি আমাদিগকে বধ করিতে ইচ্ছা করিতেন, তবে তিনি আমাদের হস্তহইতে হোম ও নৈবেদ্য গ্রহণ করিতেন না, এব এই সকল আমাদিগকে দেখাইতেন না, এবঞ্চ এই সময়ে যে সকল কহিলেন, তাহাও কহিতেন না ।

    • পরে ঐ স্ত্রী পুত্র প্রসব করিয়া তাহার

253