পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/৩০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミ、レ-レー কহিল, হে অবনের, এই যুব কাহার পুত্ৰ ? অবনের কহিল, হে রাজন, তোমার জীবনের দিব্য করি, আমি তাহ বলিতে পারি না। ** পরে রাজা কহিল, এই যুব কাহার পুত্ৰ ? ইহা তুমি জিজ্ঞাসা কর । * পরে দায়ুদ্ব যখন পিলেষ্টীয়কে বধ করিয়া ফিরিয়া আসিতেছে, তখন অবনের তাহাকে শৌলের নিকটে আনিল তৎকালে তাহার হস্তে ঐ পিলেষ্টীয়ের মস্তক ছিল । *৮ শোল তাহাকে জিজ্ঞাসিল, হে যুব, তুমি কাহার পুত্ৰ দাযুদ্ব উত্তর করিল, আমি আপনকার দাস বৈৎলেহমীয় যিশয়ের পুত্র। ১৮ অধ্যায় । ১ দায়দের প্রতি যোনাথনের প্রীতি, ৫ ও শেলের ঈর্ষী, ১০ ও দ্বায়ুদূকে বধ করিতে চেষ্টা করণ, ১২ ও ভীত হওন, ১৭ ও জ্যেষ্ঠ কন্যাকে দিতে স্বীকার করণ, ২০ ও কনিষ্ঠ কন্যাকে দিতে স্বীকার করণ, ২৮ ও দায়ুদের কৃতকার্যতা প্রযুক্ত ভয় বৃদ্ধি পাওন।

  • অপর শৌলের সহিত তাহার কথা সাঙ্গ হইলে যোনাথনের প্রাণ দায়ুদের প্রাণে স^সক্ত হওয়াতে যোনাথন আপন প্রাণের তুল্য তাহাকে প্রেম করিতে লাগিল। * আর শৌল ঐ দিবসে তাহাকে গ্রহণ করিয়া তাহার পিতার বাটীতে ফিরিয়া যাইতে দিল না৷ ” এব^ যোনাথন দায়ূদৃকে আপন প্রাণজুল্য প্রেম করাতে তাহার সঙ্গে এক নিয়ম করিল । * এব^ যোনাথন আপন গাত্রস্থ বস্ত্র এব^ খড়গ ও ধনুক ও কটিবন্ধন পৰ্য্যন্ত সজ্জা আপনাহইতে খুলিয়৷ দা

• যুদ্ধকে দিল ।

  • পরে শৌল দামৃদৃকে যে কোন কাৰ্য্যে প্রেরণ করে, দায়ুদ্ব যাইয় তাহাতে কৃতকার্য হয়, এই জন্যে শৌল যোদ্ধাদের উপরে কতৃতপদে তাহাকে নিযুক্ত করিল, এবং সে সমস্ত লোকদের সাক্ষাতে ও শৌলের ভূতদের সাক্ষাতে গ্রাহ্য হইল। - যখন দায়ুদ পিলেষ্টীয়কে বধ করিয়া ফিরিয়া আসিতেছিল, তখন শৌল রাজাকে অনুবজিতে ইসায়েল ব^শের তাবৎ নগরহইতে স্ত্রীলোকের তবলধ্বনি ও আনন্দ ও ত্রিতন্ত্রীবাদ্য করিয়া নৃত্য ও গান করিতে ২ বাহির হইয়। আইল । * খ্রীলোকেরা বাদ্য করণ সময়ে পরস্পর কহিল, শৌল সহস্র ২ লোককে, ও দায়ুদৃ অযুত ২ লোককে বধ করিয়াছে। ৮ তাহাতে ঐ বাক্য শৌলকে অসন্তুষ্ট করিলে সে অতি ক্রুদ্ধ হইয়। কহিল, তাহারা দায়ুদকে অযুতের ও আমাকে কেবল সহস্ত্রের কথা কহিল ; ইহাতে রাজ্য ব্যতিরেক তাহার আর কি হইতে পারে ? * ঐ দিবসাবধি শেীল দাযুদের প্রতি কুদৃষ্টি রাখিল ।

288 ১ শিমুয়েল। [১৮ অধ্যায় ।

  • পরদিবসে ঈশ্বরের অনুমতিতে দুষ্ট আত্ম শৌলকে আশ্রয় করিলে সে গৃহের মধ্যে প্রলাপবাক্য কহিতে লাগিল, এবং দায়ু অন্য সময়ের মতানুসারে হস্তদ্বারা বাদ্য করিল। তখন শৌলের হস্তুে এক বড়শা থাকাতে • • শৌল সেই বড়শা লক্ষেতে নিক্ষেপ করিয়া কহিল, আমি দায়ুদূকে ভিত্তির সঙ্গে গাথিব; কিন্তু দাসূদ্র দুই বার তাহার নিকটহইতে সরিয়া গেল ।
  • ং অপর পরমেশ্বর শৌলকে ত্যাগ করিয়া দায়ুদের সঙ্গে থাকাতে শেল দাযুদের বিষয়ে ভীত হইল। ** অতএব শৌল আপন নিকটহইতে তাহাকে দূর করিয়া সহস্পতিপদে নিযুক্ত করিল ; তাহাতে সে লোকদের অগ্রসর হইয়া গমনাগমন করিতে লাগিল । ** অনন্তর দায়ুদ আপন তাবৎ পথে কৃতকার্ষ্য হইল, এব^ পরমেশ্বর তাহার সহিত থাকিলেন। * তাহাতে সে অতি কৃতকার্য হইতেছে, ইহা দেখিয়া শৌল তাহার বিষয়ে ভীত হইল। ** কিন্তু ইসুয়েলের ও যিহুদার তাবৎ বংশ দায়ুদ্ধকে প্রেম করিল, কেননা সে তাহাদের অগ্রসর হইয়া গমনাগমন করিত ।
  • পরে শৌল দায়ুদূকে কহিল, মেরব নামনী আমার জ্যেষ্ঠ কন্যাকে দেখ, আমি তোমার সহিত তাহার বিবাহ দিব, তুমি কোন ক্রমে আমার পক্ষে বীর্যবান হইয়া পরমেশ্বরের জন্যে সAগ্রাম কর। কেননা শৌল মনে ২ কহিল, আমি স্বহস্তুে ইহাকে বধ করিব না, কিন্তু পিলেষ্টীয়দের হস্তুে এ হত হউক তাহাতে দায়ুদৃ শৌলকে কহিল, আমি কে ? এব^ আমার প্রাণ কি ? ও ইস্রায়েল ব^শদের মধ্যে আমার পিতৃব^শ কি, যে আমি রাজার জামাতা হই ? ** কিন্তু শৌলের কন্যা মেরবৃকে দায়ুদের প্রতি দেওনের সময় উপস্থিত হইলে সে মিহোলান্তীয় অদুয়েলকে দত্ত হইল।
    • পরে শৌলের কন্যা মীখল দায়ুদ্ধকে প্রেম করিতে লাগিল ; তাহাতে লোকেরা শৌলকে তাহা কহিলে সে তাঁহাতে সন্তুষ্ট হইল পরে শেীল পুনৰ্ব্বার কহিল, আমি তাহাকে সেই কন্যা দিব ; সে তাহার ফাদস্বরূপ হউক, ও পিলেষ্টীয়দের দ্বারা তাহার বধ হউক। পরে শৌল দায়ুদূকে দ্বিতীয় বার কহিল, তুমি অদ্য আমার জামাত হও পরে শৌল আপন ভূতদিগকে আজ্ঞা দিল, তোমরা গুপ্তরূপে দায়ূদের সহিত আলাপ করিয়৷ এই কথা কহ, দেখ, রাজা তোমার প্রতি সন্তুষ্ট আছেন, এব^ তাহার সমস্ত ভূত্য তোমাকে ভাল বাসে ; অতএব এখন তুমি রাজার জামাত হও । ২৩ তাহাতে শৌলের ভূতগণ দায়ূদের ফণগোচরে এই কথা কহিলে