পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/৩৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩২৮ R শিমুয়েল t [২২ অধ্যায় । হইতে তাহীদের উপরে জল না বর্ষিল, তাবৎ শৈলের উপরে আপনার শয্যারূপে ঐ চট বিস্তার করিয়া দিবসে শূন্যের পক্ষিগণ ও রাত্ৰিতে বনপশুগণহইতে তাহাদিগকে রক্ষা করিল। ** অপর অয়ার কন্যা রিসপা শৌলের উপপতনী এই কর্ম করিতেছে, এই কথা দায়ুদৃ রাজার সাক্ষাতে কথিত হইল ।

    • অপর গিলবোয় পৰ্ব্বতে পিলেষ্টীয়দের কর্তৃক শৌলের হত হওন সময়ে তাহার ও তাহার পুত্ৰ যোনাথনের যে শব পিলেষ্টীয়দের দ্বারা বৈংশানের চকে টাঙ্গান হইলে পরে ষাবেশ গিলিয়দের লোকদের দ্বারা সেই স্থানহইতে অপহৃত হইয়াছিল, দায়ূদৃ গিয়া তাহাঁদের হইতে সেই অস্থি গ্রহণ করিল। ** সে তথাহইতে শৌলের ও তাহার পুত্ৰ যোনাথনের অস্থি তুলিয়া আনাইল, এবং ঐ উদ্বন্ধ লোকদের অস্থিও স^গ্রহ করাইল । ** পরে লোকের শেলের ও তাহার পুত্ৰ যোনাথনের অস্থি বিনামীন দেশের সেলাতে তাছার পিতা কীশের কবরের মধ্যে রাখিল ; তাহারা রাজার আজ্ঞানুসারে তাবৎ কর্ম করিল। তাহার পরে ঈশ্বর প্রার্থনা শুনিয়া দেশের প্রতি অনুগ্রহ করিলেন।
    • অনন্তর পিলেষ্টীয়দের সহিত পুনৰ্ব্বার ইসুয়েল বংশের যুদ্ধ উপস্থিত হইলে দায়ুদৃ আপন দাসগণের সহিত যাইয়া পিলেষ্টীয়দের সহিত যুদ্ধ করিল ; তাহাতে দায়ুদৃ ক্লান্ত হইলে - তিন শত শেকল পরিমিত পিত্তলের বড়শাধারি যিশবীবিনোৰ নামে রিফায়ীয় বংশজাত এক মনুষ্য শাণিত খড়গে সুসজ্জিত হইয়া দায়ুদৃকে আঘাত করিতে মনস্থ করিল। * কিন্তু সিরুয়ার পুত্র অবশয় তাহার সহায়তা করিয়া আঘাতদ্বারা সেই পিলেষ্টীয়কে বধ করিল। তখন দায়ুদের লোকের তাহার নিকটে দিব্য করিয়া কহিল, তুমি আমাদের সহিত যুদ্ধেতে আর যাইও না, গেলে ইস্রায়েলের প্রদীপ নিৰ্ব্বাণ করিব । ৮ পরে গোবে পিলেষ্টীয়দের সহিত আর বার স\গ্রাম উপস্থিত হইলে কৃশাতীয় সিব্বিথয় রিফারীয় বংশজাত সফকে বধ করিল। ** পুনৰ্ব্বার পিলেফ্টীয়দের সহিত গোবে যুদ্ধ হইলে ষারে-ওরিগীমের পুত্র বৈংলেহমীয় ইলহানন্‌ ৰ্তাতের নরাজের ন্যায় বড়শাধারি গাতীয় জালুতের ভাতাকে বধ করিল। ** পরে গাতে আর এক যুদ্ধ হইলে সে স্থানে অতি দীর্ঘকায় এব^ প্রতি হন্তে ও পদে ছয় ২ অঙ্গুলি, সৰ্ব্বশুদ্ধ চব্বিশ অঙ্গুলি বিশিষ্ট রিফায়ীয় ব^শজাত এক জন * - ইসায়েল লোকের প্রতি মপদ্ধ করিলে দা

328 যুদের ভাত শিমিয়ের পুত্ৰ যোনাথন তাহাকে বধ করিল। ২২ গীতস্থ রিফার ব^শের মধ্যে এই চারি জন দায়ুদ ও তাহার দাসগণ কতৃক হত হইল । ২২ অধ্যায় । রক্ষার্থে ও নানা অনুগ্রহার্থে পরমেশ্বরের প্রতি দায়ু দের প্রশ৭ম! গীত ।

  • যে সময়ে পরমেশ্বর নিজ দাস দায়ুদ্রকে তাবৎ শত্রুর ও শৌলের হস্তুহইতে রক্ষা করিলেন, তৎকালে দাযুদ্ব পরমেশ্বরের নিকটে এই গীত গান করিল।

২ হে পরমেশ্বর, তুমিই আমার পর্বত ও গড় ও রক্ষাকৰা, ” ও আমার ঈশ্বর, ও অামার আশ্রয়গিরি, এবণ আমার ঢাল ও আমার বলবান ত্ৰাণকৰ্ত্তা ও উচ্চ দুর্গ ও আশ্রয়স্থান, এবং আমার ত্রাতা ও উপদ্রবহইতে ত্রাণকারী। * আমি প্রশ৭সনীয় পরমেশ্বরের কাছে প্রার্থনা করিয়া আপন শজুহইতে রক্ষা পাইলাম । * আমি মৃত্যুরূপ রজ্জতে বেষ্টিত ও বিনাশরুপ বন্যাতে আশঙ্কিত, এবণ পরলোকীয় পাশে বন্ধ, ও মৃত্যুরূপ জালেতে জড়িত ছিলাম। * এমন বিপদসময়ে আমি পরমেশ্বরের নিকটে প্রার্থনা করিলাম, ও আপন ঈশ্বরকে আহ্বান করিলাম ; তাহাতে তিনি আপন মন্দিরে থাকিয়া আমার রব শ্রবণ করিলেন, ও আমার আহ্বান তাহার কর্ণগোচর হইল। ৮ তাহাতে র্তাহার ক্রোধ প্রযুক্ত পৃথিবী টলটলায়মান ও কম্পিত হইল, এবং আকাশমগুলের মুল কম্পান্বিত হইয়া বিচলিত হইল । * এবং তাহার নাসারন্ধুহইতে ধুম নিৰ্গত হইল, ও তাহার মুখহইতে নিৰ্গত অগ্নি তাবৎকে গুসি করিল ; তাহাতে অঙ্গার প্রজবলিত হইল। ** পরে তিনি আকাশকে পথস্বরূপ করিয়া পদতলে অন্ধকার পাতিয়া নামিলেন ; ** এব^ কিরূবে আরোহণ করিয়া উড়ডীয়মান হইলেন, এবং বায়ুর পক্ষযুগ্ম আfশ্রত হইয়া দর্শন দিলেন এবং চতুৰ্দ্দিকস্থ জলরাশি ও নিবিড় মেঘরূপ অন্ধকারময় তাম্বুতে বসতি করিলেন । ** তাহাতে র্তাহার অগুবৰি তেজহইতে জলন্ত অঙ্গার বহির্গত হইল । ** এব^ পরমেশ্বর আকাশে গজ্জন করিলেন, এবং সৰ্ব্বোপরিস্থের রব শ্রুত হইল। ** তিনি আপনার বাণ নিক্ষেপ করিয়া শত্রুদিগকে ছিন্নভিন্ন করিলেন, ও বজুদ্বারা তাহাদিগকে উদ্বিগ্ন করিলেন । ** পরমেশ্বরের হুঙ্কারেতে ও নাসিকার প্রশ্বাস বায়ুতে সমূদ্রের খাত সকল প্রকাশ পাইল, ও পৃথিবীর মুল দৃষ্ট হইল। g