পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২২ পরাইলাম। " এবং যিনি আমার প্রভুর পুত্রের জন্যে তাহার ভাতৃকন্যা গ্রহণার্থে আমাকে প্রকৃত পথে আনিলেন, আমার স্বামি ইব্রাহীমের সেই প্রভু পরমেশ্বরকে আমি ভূমিষ্ঠ ছুইয়া প্রণাম করিয়া ভজন ও ধন্যবাদ করিলাম। * * অতএব তোমরা যদি এখন আমার প্রভুর প্রতি দয়া ও বিশ্বস্তুত করিতে চাহ, তবে তাহা বল ; আর যদি না ঢাহ, তাহাও বল ; তাহাতে আমি দক্ষিণে কিম্বা বামে যাইতে পারিব। * * তখন লাবন ও বিথুয়েল উত্তর করিল, পরমেশ্বরহইতে এই ঘটনা হইল, ইহাতে আমরা ভাল মন্দ কিছুই বলিতে পারি না। * * ঐ দেখ, রির্বক তোমার সম্মুখে উপস্থিত আছে ; উহাকে লইয়া প্রস্থান কর ; তাহাতে পরমেশ্বরের বাক্যানুসারে সে তোমার প্রভুর পুত্রের ভার্ষ্য হউক। * তাহাদের এই রূপ কথা শুনিবামাত্র ইব্রাহীমের ভূত্য ভূমিষ্ঠ হইয়া পরমেশ্বরকে প্রণাম করিল। ** পরে সেই ভূত্য রূপার ও সুবর্ণের অভরণ ও বস্ত্র বাহির করিয়া রিবকাকে দিল, এবং তাহার ভাতাকে ও মাতাকে বহুমূল্য দ্রব্য দিল। ** পরে সে ও তাহার সঙ্গিগণ ভোজন পান করিয়া রাত্রিতে তথায় বাস করিল। অনন্তর তাহারা প্রাতঃকালে উঠিলে সেই ভূত্য কহিল, আমার প্রভুর নিকটে যাইতে আমাকে বিদায় কর। ““ তাহাতে রিবকার ভাতা ও মাত কহিল, এই কন্যা আমাদের নিকটে কিছু দিন থাকুক, একান্তপক্ষে দশ দিন থাকুক, পরে যাইবে । ** কিন্তু সে তাহাদিগকে কহিল, আমাকে বিলম্ব করাইও না, কেননা পরমেশ্বর আমার যাত্র সফল করিলেন; তোমরা প্রভুর নিকটে ঘাইতে আমাকে বিদায় কর । * ? তাহাতে তাহারা কহিল, আমরা কন্যাকে ডাকিয় তাহাকে সাক্ষাতে জিজ্ঞাসা করি। “প পরে তাহারা রিবকাকে ডাকিয় কহিল, তুমি কি এই ব্যক্তির সহিত যাইবা ? তাহাতে সে কহিল, যাইব । * * তখন তাহারা রিবক ভগিনীকে ও তাহার ধাত্রীকে ও ইব্রাহীমের ভূত্যকে ও তাহার লোকদিগকে বিদায় করিয়া • রিস্কাকে এই আশীৰ্ব্বাদ করিল, তুমি আমাদের ভগিনী, সহসু ২ লোকের জননী হও; তোমার ব^শ আপন শত্ৰুগণের নগর অধিকার করুক। ** পরে রিবক ও তাহার দাসীগণ উঠিয়া উট্রারোহণ করিয়া সেই মনুষ্যের পশ্চাৎ যাত্রা করিল। এই রূপে সেই ভূত্য রিবকাকে লইয়া প্রস্থান করিল। eং তৎকালে ইসহাক দক্ষিণ দেশে যাস করাতে বের-লহয়-রোয়ী নামক স্থানে উপস্থিত হইরাfছল । ** এবং সন্ধ্যাকালে ধ্যান করিতে ক্ষেত্রে গিয়াছিল, পরে উদ্ধ দৃষ্টি করিয়া উষ্ট্রগণকে আসি 22 আদিপুস্তক l [২৫ অধ্যায়। তে দেখিল । * তাহাতে রিবুক উৰ্দ্ধবৃষ্টি করিয়া ইসহাককে দেখিয়া উটুহইতে নামিয়া “” সেই ভূত্যকে জিজ্ঞাসা করিল, আমাদের সঙ্গে সাক্ষাৎ করিতে ক্ষেত্রের মধ্য দিয়া আসিতেছে, ঐ পুরুষ কে? তাহাতে ভূত্য কহিল, উনি আমার প্রভু । অতএব রিবক আবরক লইয়া আপনাকে আচ্ছাদন করিল। -- পরে সেই ভূত্য ইসহাককে আপন কুত কর্মের তাবৎ বিবরণ কহিল । * তখন ইসহাক রিবকাকে গ্রহণ করিয়া সারা মাতার তাম্বুতে লইয়া গিয়া , তাহাকে বিবাহ করিল, এব^ তাহার প্রতি প্রেম করিল। তাহাতে ইস্হাক মাতৃমরণশোকহইতে সাস্তুনা পাইল । ২৫ অধ্যায়। ১ কিটুরার সহিত ইব্রাহীমের বিবাহ ও তাঁহার মৃত্যু ও কবর দেওন, ১১ ও ইস্হাকের প্রতি ঈশ্বরের আশীৰ্ব্বাদ, ১২ ও ইসমায়েলের বংশাবলি ও মৃত্যু, ১৯ ও ইস্হাকের যমজপুঞ্জের জন্ম, ২৭ ও এর্ষেীর চরিত্র ও জ্যেষ্ঠাধিকার বিক্রয় করণ।

  • পরে ইব্রাহীম কিটুর নামনী আর এক স্ত্রীকে বিবাহ করিলে তাহার গৰ্বে সিমুণ ও যক্ষন ও মিদান ও মিদিয়ন ও যিশবক ও শূহ, এই সকল পুত্র জন্মিল। “ ঐ যকষণের ঔরসে শিব ও দিদন জন্মিল। ঐ দিদন অশূরীয়দের ও লিটুশীয়দের ও লিয়ুৰ্মীয়দের আদিপিতা ছিল। “ এব^ মিদিয়নের পুত্র ঐফা ও এফর ও হনোক ও অবদ ও ইলদায় ; এই সকল কিটুরার বখশ। “ পরে ইব্রাহীম ইসহাককে আপন সৰ্ব্বস্ব দিল, কিন্তু আপন উপপতনীদের সন্তানদিগকে কিঞ্চিৎ ২ দিয়া আপনার জীবদ্দশাতেই ইসহাকের নিকটহইতে তাহাদিগকে পূৰ্ব্বদিকস্থ পূৰ্ব্বদেশে থাকিতে বিদায় করিল। ইব্রাহীমের আয়ুর পরিমাণ এক শত পচাত্তর বৎসর ; সে এত বৎসর পর্যন্ত জীবৎ থাকিল। পরে ইব্রাহীম বৃদ্ধ ও পূর্ণায়ু হইয়া শুভ বৃদ্ধাবস্থাতে প্রাণত্যাগ করিয়া আপন লোকদের নিকটে সংগৃহীত হইল। - অপর তাহার পুত্র ইসহাক ও ইসমায়েল মমির পূৰ্ব্বে হেতীয় সোহরের পুত্র ইফুেণের ক্ষেত্রে স্থিত মকপেলা গুহাতে তাহার কবর দিল । ** কেনন ইব্রাহীম হেতীয় সন্তানদের কাছে সেই ক্ষেত্র ক্রয় করিয়াছিল। সেই স্থানে ইব্রাহীমের ও তাহার ভাৰ্য্যা সারার কবর দেওয়া গেল।
  • - ইব্রাহীমের মৃত্যু হইলে পরে ঈশ্বর তাহার পুত্র ইসহাককে আশীৰ্ব্বাদ করিলেন ; তাহাতে ইসহাক বের-লহয়-রোয়ী নামক স্থানে বাস করিতে লাগিল।

১২ সারার দাসী মিস্ট্রীয় হাজিরার গৰ্বজাত ইসমায়েল নামে ইব্রাহীমের যে পুত্র, তাহার