পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88. প্রত্যেক জনের ছান্সায় টাকা ফিরাইয়া দিতে এবং তাহাদিগকে পাথেয় সামগ্ৰী দিতে আজ্ঞ দিল তাহাতে ভূত্যেরা তদ্রুপ করিল। ** পরে তাহারা আপন ২ গৰ্দ্দভের উপরে শস্য চাপাইয়া তথাহইতে প্রস্থান করিল। ২ ? কিন্তু উত্তরণ স্থানে যখন এক জন আপন গৰ্দ্দভকে আহার দিতে ছাল খুলিল, তখন আপন টাকা দেখিল, কেনন ছালার মুখেই টাকা ছিল। ২৮ তাহাতে সে ভূতাদিগকে কহিল, আমার টাকা ফিরিয়াছে ; এই দেখ, তাহা আমার ছালাতে আছে। তাহাতে তাহাদের মন উদ্বিগ্ন হইল, ও সকলে ত্ৰাসযুক্ত হইয়া পরমপর কহিল, ঈশ্বর আমাদের প্রতি এ কি করিলেন ?

    • পরে তাহার। কিনানদেশে আপন পিতা যাকুবের নিকটে উপস্থিত হইলে আপনাদের প্রতি যাহা ২ ঘটিয়াছিল, সে সমস্ত তাহাকে জ্ঞাত করিয়া কহিল, ৩° সেই দেশাধ্যক্ষ আমাদিগকে র চার জ্ঞান করিয়া নিষ্ঠুর কথা কহিল। ** তাহাতে আমরা তাহাকে কহিলাম, আমরা বিশ্বাস্য লোক, চার নহি আমরা দ্বাদশ ভাত, সকলেই এক পিতার সন্তান ; আমাদের মধ্যে এক জন নাই, এবং কনিষ্ঠ অদ্যাপি কিনানদেশে পিতার নিকটে আছে। ৩৩ তখন সে দেশাধ্যক্ষ আমাদিগকে কহিল, ইহাতে আমি তোমাদিগকে বিশ্বাস্য লোক বুঝিতে পারি, তোমরা আপনাদের এক ভাতাকে আমার নিকটে রাখিয়া আপনাদের গৃহের দুর্ভিক্ষের জন্যে শস্য লইয়! যাও। ** পরে যদি আপনাদের কনিষ্ঠ ভাতাকে আমার নিকটে আন, তবে তোমরা বিশ্বাস্য লোক, চার নহ, তাহা বুঝিব। তাহাতে আমি তোমাদের ভুতাকে তোমাদের স্থানে দিব, এবথ তোমরা এই দেশে বাণিজ্য করিতে পারিবা৷
  • পরে তাহারা ছালাহইতে শস্য ঢালিলে প্রত্যেক জন আপন ২ ছালাতে আপন ২ টাকার গ্রন্থি পাইল। তখন সেই সকল টাকার গ্রন্থি দেখিয় তাহারা ও তাহাদের পিতা ভীত হইল। ** তাহাতে তাহাদের পিতা যাকুব কহিল, তোমরা আমাকে পুত্রহীন করিতেছ ; দেখ, যুষফ নাই, ও শিমিয়োন নাই, আর বার বিন্যামীনকেও লইয়া যাইতে চাহিতেছ ; সকলই আমার বিরুদ্ধ হইতেছে। " তাহাতে রূবেনৃ আপন পিতাকে কহিল, আমি যদি তোমার নিকটে তাহাকে না আনি, তবে আমার দুই পুত্রকে বধ করিও ; তুমি আমার হন্তে বিনামীনকে . সমপর্ণ কর ; আমি তোমার স্থানে তাহাকে পুনৰ্ব্বার আনিয়া দিব। ৩৮ তখন সে কহিল, আমার পুত্র তোমাদের সঙ্গে যাইবে না, কেননা তাহার সহো

44 - আদিপুস্তক l [৪৩ অধ্যায় । দরের মরণেতে সে এক জীবৎ আছে ; তোমরা যে পথে যাইতেছ, তাহাতে যদি ইহার কোন বিপদ ঘটে, তবে শোকেতে এই পাকা চুলে আমাকে পরলোকে পাঠাইবা। 8 ৩ অধ্যায় । ১ শেষে যাকুরের বিনামীনকে প্রেরণ করণ, ১৫ ও যুষফের বাটীতে ভ্রাতৃগণের গমন, ও গৃহাধ্যক্ষের কাছে আপনাদের ভয় প্রকাশ করণ, ২৫ ও যুষফকে উপটৌকন দিয়া তাছার সঙ্গে ভ্রাতাদের ভোজন ।

  • তখনও দেশে অতিশয় দুর্ভিক্ষ ছিল। ২ অতএব তাহারা মিসর হইতে যে শস্য আনিয়াছিল, সে সমস্ত ভক্ষিত হইলে তাঁহাদের পিতা তাহাদিগকে কহিল, তোমরা পুনৰ্ব্বার যাইয় আমাদের জন্যে কিছু শস্য ক্রয় কর । * তাহাতে যিহুদা তাহাকে কহিল, সে অধ্যক্ষ দৃঢ় প্রতিজ্ঞা করিয়া অামাদিগকে কহিয়াছে, তোমাদের ভাত তোমাদের সঙ্গে না আইলে তোমরা আমার মুখ দশন করিতে পাইবা না। * অতএব যদি তুমি আমাদের সঙ্গে ভূতাকে পাঠাও, তবে আমরা যাইয়া তোমার জন্যে শস্য কিনিয়া আনিব । * কিন্তু যদি না পাঠাও, তবে যাইব না ; কেনন সে অধ্যক্ষ আমাদিগকে কহিয়াছিল, তোমাদের ভাত তোমাদের সঙ্গে না থাকিলে তোমরা আমার মুখ দর্শন করিতে পাইবা না। - তাহাতে ইসায়েল কহিল, তোমাদের আর এক ভুতি আছে, ইহা ঐ মনুষ্যের কাছে কহিয়। আমার প্রতি এমন কুব্যবহার কেন করিল ? * তাহারা কহিল, সে আমাদের বিষয়ে ও অামাদের জ্ঞাতিদের বিষয়ে সুহ্মমরূপে জিজ্ঞাসিয়া কহিয়াছিল, তোমাদের পিতা কি , আদ্যাবধি জীবৎ আছেন? ও তোমাদের কি আরো ড্রাতা আছে ? তাহাতে আমরা তদ্বাক্যানুসারে উত্তর করিয়াছিলাম ; তোমাদের ভ্রাতাকে এখানে আন, এমন কথা সে কহিবে, তাহা আমরা কি প্রকারে জানিব ? যিহুদা আপন পিতা ইসায়েলকে আরও কহিল, আমার সঙ্গে ঐ বালককে পাঠাইয়া দেও ; আমরা উঠিয়া প্রস্থান করি, তাহাতে বাঁচিব ; নতুবা আমরা ও তুমি ও বালকেরা সকলেই মরিব। - আমিই তাহার প্রতিভূ হইলাম, আমারই হস্তুহইতে তাহাকে লইবা ; আমি যদি তাহাকে আনিয়া তোমার সম্মুখে না রাখি, তবে আমি যাবজ্জীবন তোমার নিকটে । অপরাধী থাকিব। **.এত বিলম্ব না করিলে আমরা ইহার মধ্যে দ্বিতীয় বার ফিরিয়া অাসিতে পারিতাম। . ** তখন তাহাদের পিতা ইসায়েল তাহাদিগকে কহিল, যদি এমত হয়; তবে এক কর্ম কর ; তোমরা আপন ২ পাত্রে এই ৷