পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సిరి 8 অন্তঃকরণ কঠিন করিলে সে তাহাদিগকে ছাড়িয়া দিতে সম্মত হইল না । ২৮ পরে ফিরেীন তাহাকে কহিল, আমার নিকটহইতে দূর হও ; সাবধান, আমার মুখ আর কখনো দেখিও না ; যে দিন আমার মুখ দেখিবা, সেই দিনে মরিব । ২১ তাহাতে মূসা কহিল, তুমি ভাল কহিলা, তোমার মুখ আর কখন দেখিব না । ১ ১ অধ্যায়। ১ মিত্রিদের কাছে দ্রব্য চাহিয়া লইতে ইস্রায়েলু ব৭শের প্রতি ঈশ্বরের অtডরী, ৪ ও প্রথমজাত সন্তানগণের বধ করণের প্রতিজ্ঞ, ৯ ও ফিরেীণের মন কঠিন হওন।

  • পরমেশ্বর মূসাকে কহিয়াছিলেন, আমি ফিরৌণের ও মিসরের উপরে আর এক উৎপাত আনিলে পর সে তোমাদিগকে এ স্থানহইতে ছাড়িয়া দিবে, এবণ ছাড়িয়া দেওন সময়ে তোমাদিগকে নিতান্ত তাড়াইয়া দিবে। * অতএব এখন লোকদের কর্ণগোচরে কহ, প্রত্যেক পুরুষ আপন প্রতিবাসিহইতে, ও প্রত্যেক স্ত্রী আপন প্রতিবাসিনীহইতে রূপ্যালঙ্কার ও স্বর্ণালঙ্কার চাহুক। - কিন্তু পরমেশ্বর মিসুিদের দৃষ্টিতে লোকদিগকে অনুগ্রহের পাত্র করিয়াছিলেন, এব^ মিসরদেশে মুসা ফিরেীণের দাসদের ও লোকদের দৃষ্টিতে অতি সম্ভান্ত পুরুষ ছিল।

“ মূসা আরো কহিল, পরমেশ্বর এই কথা কহেন, আমি দুই প্রহর রাত্রি সময়ে মিসরের মধ্য দিয়া যাইব । * তাহাতে মিসরদেশস্থিত সকল প্রথমজাত অর্থাৎ সিংহাসনস্থ ফিরেীণের প্রথমজাত অবধি পেষণকারিণী দাসীর প্রথমজাত পর্যন্ত মরিবে, এবং পশুদেরও সকল প্রথমজাত মরিবে। - তাহাতে তাবৎ মিসরদেশে যাদৃশ কথন হয় নাই ও হইবে না, এমত মহারোদন হইবে। * কিন্তু পরমেশ্বর মিস্ট্রীয় লোকেতে ও ইসুয়েল লোকেতে প্রভেদ করেন, ইহা যেন তোমরা জ্ঞাত হও, এই জন্যে সমস্ত ইসায়েল ব^শের মধ্যে মনুষ্যের কিম্বা পশুর প্রতি এক কুককুরও জিহ্বা দোলাইবে না। - তাহাতে তোমার এই সকল দাসের আমার নিকটে নামিয়া আসিবে, ও আমাকে প্রণাম করিয়া কহিবে, তুমি ও তোমার অনুগত লোকের বাহির হও ; পরে আমি বাহির হইব। তাহার পর সে মহাত্ৰুদ্ধ ফিরেীণের নিকটহইতে বাহিরে গেল। -

  • পরমেশ্বর মূসাকে কহিয়াছিলেন, ফিরৌন তোমাদের কথাতে মনোযোগ করিবে না, তাহাতে আমি মিসরদেশে আপনার আশ্চর্য ক্রিয়ার বৃদ্ধি করিব। -“ আর মূসা ও হারোণ ফিরেীণের সাক্ষাতে এই সকল আশ্চৰ্য্য কর্ম

64. যাত্রাপুস্তক। [১১,১২ অধ্যায় । করিয়াছিল ; তথাপি সে আপন দেশহইতে ইসুয়েল বংশকে ছাড়িয়া দিল না, যেহেতুক পরমেশ্বর ফিরেীণের হৃদয় কঠিন করিয়াছিলেন। ১২ অধ্যায় । ১ বৎসরের প্রথম মাসের নির্ণয়, ৩ ও নিস্তারপর্বের নিরূপণ, ১১ ও নিস্তার পর্বের বিবরণ, ১৮ ও নিস্তারপর্বে তাড়ীশূন্য রুট খাওন, ২১_ও প্রাচীনদের প্রতি মূসার আজ্ঞ, ২৯ ও মিক্সিদের প্রথমজাত সন্তানগণকে বধ করণ, ৩১ ও ইস্রায়েলের বাহিরে যাওন, ৩৭ ও তাঁহাদের সAখ্যls ৪ ০ ও মিসরে বাস করণের সময় নির্ণয়, ৪৩ ও নিস্তায় পৰ্ব্বীয় ভোজের বিধি নির্ণয়।

  • অপর মিসরদেশে পরমেশ্বর মূসাকে ও হারোণকে কহিলেন, “ এই মাস তোমাদের প্রধান মাস ও বৎসরের প্রথম মাস হইবে।
  • তোমরা ইসুয়েল বংশীয় তাবৎ মণ্ডলীকে এই কথা কহ, এই মাসের দশম দিনে তোমাদের পিতৃগৃহানুসারে প্রত্যেক গৃহস্থ এক ২ বাটীর কারণ এক ২ মেষশাবক লইবে। * আর মেষ ভোজন করিতে যদি কাহারে পরিজন অলপ হয়, তবে সে ও তাহার গৃহের নিকটবৰ্ত্তি প্রতিবালী পরিজনগণের সংখ্যানুসারে এক মেষশাবককে লইবে ; তোমরা প্রত্যেক জনের ভোজনশক্ত্যনুসারে মেষশাবকের বিষয়ে গণনা করিব। * তোমরা মেষপালের কিম্বা ছাগপালের মধ্যহইতে একবর্ষীয় নিৰ্দ্দোষ পুখশাবক লইয়। এই মাসের চতুর্দশ দিন পর্যন্ত রাখিবা। - পরে তোমরা অর্থাৎ ইসুয়েল ব^শের সমস্তু মণ্ডলী সন্ধ্যাকালে সেই শাবককে বলিদান করিব। " এব^ , তাহার কিঞ্চিৎ রক্ত লইয়। যে ২ গৃহমধ্যে মেষ ভোজন করিব, সেই ২ গৃহের দ্বারের দুই বাজুতে ও কপালীতে লেপিয়া fদবা । ৮ অপর সেই রাত্রিতে তাহার মাৎস ভোজন করিব ; অগ্নিতে দগ্ধ করিয়া তাড়ীশূন্য রুটী ও তিক্ত শাকের সহিত তাহা ভোজন করিব। * ঐ মা^স অপক্ক কিম্বা জলে সিদ্ধ, ভোজন করিও না, কিন্তু অগ্নিতে তাহার মুণ্ড ও জ৭ঘ ও শরীর সৰ্ব্বশুদ্ধ , দগ্ধ করিয়া , ভোজন করিও । ** এবং প্রাতঃকাল পর্যন্ত তাহার কিছুই রাথিও না , যদ্যপি প্রাতঃকাল পর্যন্ত কিছু অবশিষ্ট থাকে, তবে তাহা অগ্নিতে ভস্মসাৎ করিও। - ** আর তোমরা এই রূপে তাহ ভোজন করিব, ফলতঃ কটিবন্ধনু করিয়া চরণে পাদুক দিয়া হস্তে যষ্টি লইয়া সতর হইয় তাহ ভোজন করিব ; ইহা পরমেশ্বরের নিস্তারপৰ্ব্ব হইবে। *২ কেননা অদ্য রাত্রিতে আমি মিসরদেশের মধ্য দিয়া যাইয়া, মিসরদেশস্থ মনুষ্যের ও পশুর