পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/১৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কুরুক্ষেএ । মহীধর, পোড়া চক্ষে আসিলন g|མི། ། কিন্তু আমি জাগ্ৰত কি ? জাগিয়া মানুষ । এমন অদ্ভুত স্বপ্ন দেখে কি কখন ? আমি কে ? কারু কি ? ধৰ্ম্মপত্নী দুৰ্ব্বাসার ? না কি স্বপ্ন রাজ্যে আমি কারুরূপী কেহ ? এ হাত ? কারুর বটে। কদম্ব দারিন্থ ? কারুর। এ ক্ষীণ কটি ? তাহীও কারুর । শ্রোণী ভারে আর এই অলস গমন । কারু স্বন্দরীর তাও। সর্বশেষ এই মার্জিত শাণিত বুদ্ধি ? মনসা বিহনে, দুৰ্ব্বাসা প্ৰাণেশ্বরী সন্তবে কাহার ? কৰ্ণ দুৰ্ব্বাসার পুত্র, স্বপ্ন নহে তত্বে । পুল্ল নহে মন্ত্র-পুত্র ! ভোজ নৃপতির নাহি ছিল মৃত্যু আর, কুমারী কন্যায় করেছিল নিয়োজত দুৰ্ব্বাসা সেবা । সেবায়ু হইয়া তুষ্ট মহর্ষি গোপনে দিলা মন্ত্র ব্যভিচার, না না, অভিচার । কুমারী টানিল স্বৰ্য্য, নামিল ভাস্কর ছাড়ি আকাশের কাজ, জন্মিল কুমার ! গিলে কি হে আৰ্য্যজাতি এই ভষ্ম ছাই অকপটে ? হরি । হরি । এ কি ব্যভিচার ? কি করিবে কৃপাপাত্রী কুন্তী অভাগিনী ? শিষ্য পিতা ; কুৰ্ব্বাসাও ঋষি ধুরন্ধর, অভিশাপে ভরা পেট, ক্রোধে গড় গড় ! পাইতাম আমি যদি মন্ত্র অভিচার, ন। টানি পিতায় অগ্নি-পিগু ভয়ঙ্কর