পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/১৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

పిపి ఇ a নবীনচন্দ্রের গ্রন্থাবলী ডাকিবেক গভীগণ রহিয়া বহিয়া, . গভীর সে কৰুকণ্ঠে কানন ভরিয়া । কুটীরের কক্ষচয় রবে মুসজ্জিত, মনোহর নানা উপকরণে খচিত । শোভিবে শয়ন-কক্ষে গোলাপী প্রাচীরে উত্তরার নানা চিত্র। কোথা মালিনীরে সাধিতেছে অভিময় ; কোথায় ছুটিয়া যাইতেছে ক্রীড়াশীলা"ঝলকে হাসিয়া,-- উড়িতেছে মুক্ত কেশ তরঙ্গ থেলিয়া ; | কোথায় বিখ্যাত সেই পুতুলের বিরা। . কোথা বীণা করে বসি যেন বীণাপাণি, কোথায় আমার বুকে রাখিয়া মুখানি,— চন্দ্রের হৃদয়ে মুধা,-চাহি পরস্পরে অনিমেষ অবিশ্রান্ত অতৃপ্ত অন্তরে । বসিবার কক্ষে নীল আকাশপ্রতিম প্রাচীরে শোভিবে চিত্র,-ভারত প্রাচীন ইতিহাস অঙ্কে অঙ্কে রহিবে চিত্রিত, আর্য্যদের শৌর্য্যবীৰ্য্য মহিমামণ্ডিত | কোথায় সরল সেই আৰ্য্য পিতৃগণ রক্ষিছেন মেষপাল ; কারছেন র ৭ অনাৰ্য্যের সহ ; কোথা বসি নদীতীরে গাইছেন সামগান প্রভাতে গম্ভীরে । রামায়ণ অঙ্কে আঙ্কে রহিবে অঙ্কিত, ধনুৰ্ভঙ্গ, বনযাত্রা করুণার গীত । বনবাস-পতি পত্নী প্রেম মনোহর । সে জীবস্ত ভ্রাতৃভক্তি, চিত্ত বকর ;