পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/১৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২২০ নবীনচন্দ্রের গ্রন্থাবলী । করিয়াছে তব পদে, নর-নারায়ণ । কেবল তোমার লীলা করিবারে দরশন, করেছে প্রভাস-তীরে দ্বিতীয় আশ্রম ! অদূরে কুটীর ক্ষুদ্র । করিয়াছে নিরমাণ কুরুক্ষেত্রে তব লীলা;করিতে দর্শন । একমাত্র কৰ্ম্ম ওরি, না জানে দ্বিতীয় আর, গাইবে ভকতি ভরে তব ভাগবত : ' গাইবে মহিমাপূর্ণ এ মহাভারত। ত্রয়োদশ সর্গ। هم به همی به সন্মিলন । سحنه سس " দ্বিতীয় প্রহর নিশি ; নিৰ্ম্মল আকাশে ভালে নিরমল শশী নৰ হেমন্তের ; ধীরে নব হেমস্তের বহে সমীরণ স্বশীতল ; কুরুক্ষেত্র নীরব নিদ্রিত। “কি শান্তির মহামূৰ্ত্তি"-চাহি চত্ত পানে কহে দ্বৈপায়ন-শিষ্য ভ্ৰমি ধীরে ধীরে—