পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/২৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কুরুক্ষেত্র । د مى لا. of, পিতা, পুত্র, তুমি আজি শৈলজার , পুণ্যবতী,—আজি পূর্ণ তপস্তা আমার। আমি তার বনমাত, বনে তার কত ভ্রাতা করিবে বিরহে তার বনে হাহাকার, বনের আলোক আজি হইল অণধার । পুত্র-প্রেম-প্রস্রবণ, উদ্ধার করিতে বন, শূন্ত করি তব অঙ্ক, মুতী সুভদ্রার, গেল উড়ি প্ৰেম-পার্থী ; শূন্ত মঙ্কে—মুছ অধি— বন পুত্ৰগণে তত্ত্ব দেও অধিকার,— প্রেমময় ! পুত্ৰশোক রবে না ভোমার । উঠ মা ! উঠ মা "-শৈল ধরি সুভদ্রার কর কহিল- “উঠ মা ! না না, অমরা কখন কপূিব না আজি শোক-অশ্রু বরিষণ । জগতে কঁাদিয়া আসি, এইরূপে গেল হাসি কদায়ে জগত যেই শিশু দেবোপম, আমরা জাহার তরে কঁদির না, তার তরে কপ্লিবে অনন্তু কাল অশ্র বরিষণ । বধিব না অশ্রুবিন্দু আমরা কথন । উঠ মা ! উঠ মা ! ওই সৰ্ব্ব-শোক-নিবারণ দাড়াইয়া নারায়ণ শস্তি-প্রস্রবণ । শাস্তির ত্রিদিব বুকে পুত্র সমপিয়া মুখে, করি আমাদের শোক চরণে অর্পণ, গাই কৃষ্ণনাম, মা গো ; জুড়াই জীবন ! মেহের শৃঙ্খল তোর, মেহের শৃঙ্খল মোর, কাটলেন বিধি যদি উধাও উড়িয়া তুই গৃহে, আমি বনে বন বিহঙ্গিনী মত,