পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/২৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ృచ్చిe নবীনচন্দ্রের গ্রন্থাবলী। ধৰ্ম্মরাজ,—ধৰ্ম্মরাজ্য,-করি উচ্চে বিঘোষিত । আসিলেন ভদ্রার্জন, উঠলেন নারায়ণ, আসিলেন ধীরে ধীরে শৈল সহ দ্বৈপায়ন। অগ্ৰে কুমারের চিতা, পূর্ব গগন পানে চাহি স্থির নারায়ণ রহিলেন যোগধ্যানে পার্শ্ব স্থির ধনঞ্জয়, ভদ্রাদেবী মধ্যস্থলে উভয়ের, তিন মুখ ভাগে -প্রেম অশ্রুজলে । তিনের গৈরিক বেশ, বুক চিতাভষ্মে মাথ, ভদ্রার তৈর্বিক আলুলায়িত কুন্তলে ঢাক।। চিতার অপর পাশ্বে জানু পাতি ধরাতলে বনিয়াছে শৈল, শোভে কপোল ধারা-যুগলে । পার্শ্বে স্থির দ্বৈপায়ন, কপোলে যুগল ধারা, কহিলেন দেব-ঋষি প্রেমানন্দে আত্মহ পু!— “কি ত্ৰিমূৰ্ত্তি অপার্থিব | ভারত-জগৰ্ত্ত— বাসি । দেবগণ ঋষিগণ এক স্ন দেখ আমি ' জ্ঞানবে নরমুণ ; বল্প দেব ধনঞ্জয় ; মধ্যে ভক্তিদেবী ভদ্র , সম্মুখ মাইম, চিত আত্ম-বিসর্জন ; জ্ঞান, ধল, অ প্প দন, ভক্তির মক্কম স্থত্রে সম্মিলিত, সম প্র ৪ । এই চতুৰ্ব্বৰ্গ, এই মানবের মেক্ষপাম,— দ্বাপরের অবতার পূর্ণ তব মনস্কাম । পূর্ণকাম দ্বৈপায়ন, এই মহাতীৰ্থ ধাম দেখিল নয়ন ভরি, দেখিল ভরিস প্রাণ । নারায়ণ ! জগন্নাথ ! দেও শক্তি ধরি’ ধ্যান, আনন্দে গাইব তব এ মহাভারত গান । , শুনিয়া সে গীত, করি কৃঞ্চনামামৃত পান,