পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/২৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রভাস । - లి? . আকর্ণ বিস্তৃত অনিমিষ মেত্রে, জরৎকারু বসি ধ্যানে । ফুল্ল শশধর, ফুল্ল নীলাম্বর, চন্দ্র-নীলাম্বর তলে নীল শৈলমাল। নিষ্কম্প নীরব, নীরবে মলয় চলে। নীরবে শেখরে ৰিঙ্গুল পাদপ দাড়াইয়ু স্থানে স্থানে, স্থানে স্থানে গুল্ম বসিয়া নীরবে চাহি চন্দ্রণকাশ পানে । সম্মিত প্রকৃতি অবগাহি অঙ্গ জ্যোৎস্নায়, মুগ্ধপ্রাণে বুয়েছে চাহিয়া নিষ্কম্প নীরব চন্দ্র নীলাম্বর পানে । ফুল্ল শশধর, ফুল্ল নীলাম্বর, চন্দ্র ফুল্লতর छैठेण ভাসিয়া,— কারুর হৃদয়েশ্বর । -- সেই আকাশের সেই চন্দ্র কারু দেখিয়াছে কাক কৈশোরে মীেৰণে সেই চন্দ্র মুগ্ধপ্রাণে। . নীল, নীলতর, নিরাশ আকাশে ফুল্প, ফুল্লতর शै..., o 2. হইয়াছে শশী ; আজি ফুল্লত্তম — जठौ७«रोदम जैौtइ ई