পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৩৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রভাস । 38(? . দশম সর্গ। প্রায়শ্চিত্ত।

  • -ও কি হাহাকার ! মুভদ্রে । মুভদ্ৰে ! শুন ও কি হাহাকার ”— ছুটিয়াছে উল্কা মত নৈশ অন্ধকারে দ্বারক-হস্তিন্যপথে তুরঙ্গ যুগল, মহাবনে ক্ষুরক্ষেপে তুলি প্রতিধ্বনি - নৈশ নীরবতা বক্ষে । ছুটিয়াছে বেগে,— দিবা, রাত্রি, মহাবন, নগর প্রাস্তর, নাহি জ্ঞান অশ্বের কি অশ্ব-আরোহণ ; নাহি শ্রন্তি, নাহি নিদ্রা, নাহি তৃষ্ণ ক্ষুধা, কত দিব, কত রাত্রি। অশ্ব মুহুমুহু পরিবরতিয়া পান্থশালায় কেবল সাম্রাজ্যের স্থানে স্থানে চক্ষুর নিমিষে, ছুটিয়াছে অশ্বারোহী,-পলকে প্রত্যেক, অশ্বের প্রত্যেক পদ-বিক্ষেপে ত্বরিত, করিছে নির্ভর যেন জীবন ষরণ ; কি ধেন ঘটনা মহা করিছে নির্ভর অশ্বের গতিতে দ্রুত। ছুটিয়াছে অশ্ব চাপি দত্তে দস্তালিকা ফেনিল বদমে স্বেদসিক্ত ; স্বেদসিক্ত আরোহিযুগল। ছুটিয়াছে উৰ্দ্ধশ্বাসে অশ্বপাছকায় "কান-কঙ্কর পথে করি বিকীর্ণিত