পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৪০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

38t* নবীনচন্দ্রের গ্রন্থাবলী । কানন নীরবে ধীরে বিভীষিকাময়, পার্থ ভবিষ্যত মত। উঠিল ভাসিয়া, কাননের পথ মত, কৰ্ত্ত{্যের পথ অম্মুট আলোকে ধীরে । ছুটিল আবার তুরঙ্গ যুগল বেগে । করি অতিক্রম কানন, প্রভাতে অশ্ব প্রভাস-প্রাপ্তরে প্রবেশিল, উদ্ধশ্বাসে ছুটিল তখন । ভস্মাচ্ছন্ন দিবালোক ধীরে ধীরে ধীরে উঠিল ভাসিয়। ধীরে উঠিল ভাসিয়া শিল-ভস্ম-সমাচ্ছন্ন প্রভাস-প্রস্তর। *ও কি শব্দ P—দুই অশ্ব থামিল পলকে । নহে ভ্রান্ত এই বার,--বিকট চীৎকার পৈশাচিক, শুনলেন ভদ্রাও এবার । ছুটিল যুগল অশ্ব শব্দ লক্ষ্য করি যেন এই ক্ষিপ্র শর লক্ষ্যে অন্ততম । দেখিলেন ঋষি এক পড়িয়া ভূতলে করিছে বিক মুখে বিকট চীৎকার, বক্ষে শিলাখণ্ড এক। চক্ষুর নিমিষে । অবতরি দুইজন, নিমিধে চক্ষুত্ব শিলাখণ্ড সব্যসাচী করিলা অস্ত র । *ওই আসে । ওই আসে !—কোথা যাব আমি :যায় প্রাণপিপাসায় ” করিছে চীংকার চাহি শূন্ত পানে ঋষি বিকৃত বদলে । ছুটলেন ভদ্র দেবী ; দূর নিরঝরে প্রক্ষাটি স্থা ক্ষিপ্রকল্পে গৈরিক অঞ্চল, অনিয়া শীতল বারি ঢালিয়া বদনে