পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৪০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রভাস । - >8够> করিল চীৎকার ঘোর,—“দিল না আশ্রয় বিধৰ্ম্মী বৈদিক দেব-পূজক সকল । অধৰ্ম্মে পূর্ণিত ধরা। যাইব বৈদিক দেবতাগণের কাছে, মাগিব আশ্রয় । ষাব ওই চন্দ্রলোকে । এ কি চন্দ্রালোক ! কোথা শশধর । কোথা রোহিণী তাহার ? কোথায় জোৎস্না ? এ কি ! অদ্ভুত ! অদ্ভুত । এ চন্দ্রলোকের চন্দ্র শোভিছে পৃথিবী কি স্বন্দর কি শীতল উৎস জোৎস্নার ! শিলাময়-শিলাময়—কি মরু বন্ধুর এই চন্দ্রলোক | তপ্ত জলস্ত আতপে শৈলের উপরে শৈল, শৈল তদুপরে,— বিদীর্ণ, উদগীর্ণ, মৃত আগ্নেয় ভূধর, অনন্ত, অসংখ্য। নাহি চিহ্ন উদ্ভিজ্জের । , নাহি জীব | নাহি জল ! কেবল প্রখর মধ্যাহ্ন নৈদীঘ স্বর্য্যে তপ্ত শৈল মরু ! স্বায় প্রাণ ! কোথা যাব –পিপাসা ! পিপাসা ।” সিক্ত অঞ্চলের বারি মুভদ্রা আবার ঢালিলেন । ধনঞ্জয় বিস্থিত, স্তম্ভিত, দাড়াইয়া পার্শ্বে করি গাগুীবে নির্ভর, বীরবেশে, আত্মহারা । বসি মুভদ্রা উদাসিনী, মুক্তকেশী, গৈরিক বসন, অঙ্কে দুৰ্ব্বাসার শির,-মূৰ্ত্তি কঙ্কণার । * “ওই আসে । ওই আসে ”—ছাড়িল চীৎকার আবার বাসা ওয়ে। প্রদাপের মত কহিতে লাগিল পুনঃ-"যাৰ স্বৰ্য্যলোকে ।