পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৪১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রভাস । । ১৪৬৩ কি উত্তাপ ! কি উত্তাপ ! যাইছে পুড়িয়া রক্ত, মাংস, অস্থি, মজ্জা – কি জালা ! পিপাসা ” যন্ত্রণায় দুৰ্ব্বাসার বিকৃত-বদন হইল বিকৃততর। যন্ত্রণায় ঋষি করিতেছে ছট্‌ফট্‌ ; তীব্র যন্ত্রণায় রক্ত, মাংস, অস্থি, মজ্জা, হতেছে মথিত ঘন ঘন । সুভদ্রার করুণ হৃদয় গলিল, বহিল আশ্র করুণ নয়নে,— করুণর প্রেম-গল্প সস্তাপ হরিণী । কহিলেন—“পাবে শাস্তি, লও কৃষ্ণনাম ” “দূর হও! দূর হও!”-চৰ্ব্বাস আৰাৱ । যন্ত্রণা-জডিত কণ্ঠে করিল চীৎকার – *আবার, আবার, সেই নাম পাপিষ্ঠের কলুষিত করি কর্ণ।—আবার; আবার, শ্রবণ হইতে প্রাণ করিয়া দাহিত । তরল অনল-স্রোতে । ওরে পাপীয়লি ! ব্যভিচারী হুরাচার হীন গোরক্ষক, লইবে তাহার নাম মহর্ষি দুৰ্ব্বাস ? লইবে পবিত্র স্বর্গ নাম মরকের ? পারিজাত পূতিগন্ধ মাখিবে সৌরভে? আস্থক সে বিধৰ্ম্মার চক্র বিভীষণ, খণ্ড খণ্ড দুৰ্ব্বাসার করুক এ দেহ, করুক বিদগ্ধ, ভস্ম ; তথাপি– তথাপি তথাপি দুৰ্ব্বাসা নাহি লইৰে সে নাম ! खहे श्रांदन ! ७हे आंदन ! कि छक उँौरुन ! কি ঘূর্শন ! কি গর্জন। অগ্নি-উগিরণ ।