পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৪৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ماه گنج নবীনচন্দ্রের গ্রন্থাবলী । প্রক্ষালিছে ভক্তিভরে শৈল বেদি-বিলম্বিত পবিত্র চরণদ্বুজ সুভদ্রা দেবীর। বসন্তের শেষ সন্ধ্যা তমসারূপিণী ধীরে স্বষ্টির অস্তিম অঙ্ক করি অভিনীত, ঢাকিল প্রভাস-সিন্ধু প্রভাস সিন্ধুর তীর, তামস সাগরে বিশ্ব করি নিমজ্জিত। ধ্যানস্থ আকাশ পানে চাহিবা মহর্ষি স্থির ; মূৰ্ছিত অৰ্জুন বক্ষে পড়ি শৈলজার ; • প্রীতির প্রতিমা স্থির চাহি শান্ত শৈল-মুখ, চাহিয়া, চাহিয়া, ভদ্রা দেখিলা না আর । ষাও মা মানবী-দেবি ! পূর্ণ ব্রত মা ! তোমার ! যাও মা করুণাময়ি | পূর্ণ ব্রত মা ! আমার ! চতুর্দশ বর্ষ মা গো ! এরূপে বসিয়া ধ্যানে, দেখিয়াছি কৃষ্ণলীলা, এরূপে বিমুগ্ধ প্রাণে । পাইয়াছি শোকে শাস্তি ; পাইয়াছি দুঃখে মুখ । প্রেমে ঝরিয়াছে নেত্র ; প্রেমে ভরিয়াছে বুক । ফলিয়ছে বহু আশা ; ফলে নাই বহু আর ; বহিয়ুছি এ জীবন আশার ও নিরাশার। গীত শেষ অপরাহ্লে, সন্ধা আসিতেছে ধীরে ! বসি ধ্যানমগ্ন এই জীবন-প্রভাগ-তীরে। সম্মুখে অজ্ঞাত সিন্ধু, ভসে কৃষ্ণ-পদতরী { এই তীরে সন্ধা; উধ অন্ত তীরে মুগ্ধকরী ! sousswort সমাপ্ত। ।