পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৫৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

。○○8 নবীনচন্দ্রের গ্রন্থাবলী । দীন হীন ভিক্ষু আমি ; দিতে মূল আমি অক্ষম একটি ভগ্ন পাত্র মৃত্তিকার ” কহিল নাবিক পুনঃ--“পণ্যজীবী আমি ;স্ত্রী পুত্র আমার আছে ; করিব না পার নাহি দেও পূণ্য যদি * আকাশে তখন যাইছে বলাকাশ্রেণী, অঙ্গুলি নির্দেশ করিয়া কহিলা বুদ্ধ-"বলাকার মালা ওই দেখ যাইতেছে নদী অতিক্ৰমি ! দিয়াছে কি পণ্য তারা ? যোগবলে বৎস | আকাশের পথে আমি হই যদি পার কোথা পাৰে পণ্য তব ? হাসিলা ঈষদ । সেই হাসি, সেই মূৰ্ত্তি,–চক্ষু নাবিকের খুলিল, প্ৰণত পদে হইয়া নাবিক, ধিনি করিবেন পর সংখ্যাতীত জীব এই ভব-ভাগীরথী, আনন্দে তখন তাহাকে করিল পার ভক্তিতে অধীর । বহুদেশ জনপদ করি অতিক্রম হইলেন উপনীত বারাণসীধামে. ' ভারতের মহাতীর্থ। অৰ্দ্ধ5জাকারে শোভিতেছে কাশী নীলা ভগীয়ৰীতীরে নীলাকাশে অৰ্দ্ধ শশী । হৰ্ম্ম্য শত শত, সোপান-চরণ জলে করি নিমজ্জিত, १iफ़ाहेश्tनमाश् िशश८मात्रै भऊ জন্ম আচ্ছাদিত দেহ । শক্তি প্রতিৰিন্থ পড়ি শান্ত সলিলেজে, চুইট ব্রিৰি বিকশিছে কিবা শান্তি পবিত্রতাম ।