পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৬০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*もや● নবীনচন্দ্রের গ্রন্থাবলী । দেহ জীর্ণ, আয়ু পূর্ণ, পূর্ণ মনস্কাম, জীবনের ব্রত,—দেও বিদায় এখন - বিস্মিত্ত ব্যথিত শিষ্যমণ্ডলী অধীর, অকস্মাৎ বজ্ৰাহত বুহিল চাহিয়া মৃতবং মুখপানে । শিষ্য প্রিয়তম । আনন্দবিষাদে কহে— “একি কথা প্ৰভু ! কেমনে এ সঙ্ঘ তব যাইবে ছাড়িয়া অকালে, অনাথ করি এই ভিক্ষুগণ, করিয়া অনাথ এই তাপিত মন ? এখনো মানব জাতি হয়নি উদ্ধার । সংখ্যাতীত নর নারী তৃষিত মন্তরে চেয়ে আছে দয়াময় তব মুখপানে । সজ্যের কি সধ্য সুধা করিমু বর্ষণ জুড়াবে তাদের প্র,ণ ? কি সাধ্য ত্বরে সাধিবে হিমাদ্রি-ব্ৰত ? ক্ষুদ্র জলবিন্দু মহাপারাবার ব্রত কপ্লিবে সাধন ? সঙ্ঘের কুটার, অলিম্বন বিহীন, আপনি পড়িবে ভঙ্গি ভারে আপনার ; কহ দেব ! এ সঙ্ঘের কি হলে উপায় ? ' * আনন্দ ”—কহিলা স্ক কণ্ঠে করুণার— “এই জীর্ণ ভগ্ন দেহ কি করিত্বে আর সঙ্ঘের ? আমার যাহা ছিল করিবার । করিয়াছি, আমার ধাহা ছিল কহিবার কহিয়াছি, দিয়াছি যা আছিল দিবীর । दप्ल घfस्ॐ ८१ छ५,५i६ 5#८६ मृऽय-cन४ 1 : আমার অধীন সঙ্ঘ, রক্ষিতে তাহায়ু