পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১১২ ধাসুকি । দুৰ্ব্বাস । নবীনচন্দ্রের গ্রন্থাবলী। দুই চারি শত যায় পশ্চাৎ সরিয়া । g অসংখ্য নক্ষত্রাবলি ওই আকাশের গাঁথিলে গাঁথিতে পার,—হয় । আমি এই ছরাকাজ-সমুদ্রের নাহি দেখি কুল।” অঙ্গুলি নির্দেশ করি কুরুক্ষেত্র.প্রতি, ঈষৎ হাসা-সেই হাসিতে কি বিধ - উক্তরিলা ঋষিবর-“ওই দেখ কূল * কুল –কুল নহে ঋষি ঘোর প্রতিকূল * ভীষ্ম অৰ্জ্জুনের যেই বীরত্বের গীত জনরব শত মুখে করিছে প্রচার, প্লাবিয়া ভারতভূমি পশিয়াছে বনে সে অপূৰ্ব্ব বীর-গাথা । করেছে সঞ্চার । কি যে ত্রাস হৃদয়েতে বনপুত্রদের কহিতে না পারি আমি জিজ্ঞাসে সকলে'কে ধরিবে অস্ত্র বল ইহাদের আগে ? ' আছি ভাল সুশীতল কানন-ছায়ায় । মাতা বনদেবী-অঙ্কে জালি দাবানল, কি ফল লভিব বল পুড়িয়া মরিয়া ?” জরৎকারু ঋষিশ্রেষ্ঠ যথা যজ্ঞাগারে কাষ্ঠের অগ্নিতে কাঠ করে ভষ্মীভূত, ক্ষত্ৰিয়-অগ্নিতে তথা সমগ্র ক্ষত্রিয় “ পোড়াইছে এই দেখ ! আগু দাবানল নিভিবে ক্ষত্রিয়হীন করিয়া ভারত । শর-শষ্য-শায়ী ভীষ্ম ওই দেখ, ওই, মৃত সজারুর মত পড়িয়া ভূতলে । পুপ্ত হস্তিকর । বীৰ্য্যে, অহঙ্কা.ে