পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৭০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভানুমতী। ৭৫৯ বজরার মধ্যে অমিয় তাহাকে দেখিয়া ভীত হইয় তাহার মায়ের কোলে লুকাইল। " - - অনাথনাথ বেদেকে জিজ্ঞাসা করিলেন,-"ভানুমন্ত্রী কি তোমার মেয়ে,” সে উত্তর করিল,--"না"। বাবু ডাক্রিয়াছেন শুনিয়া, বেদেনী তাহীর প্রতি বড় প্রসন্না হইয়া আসিয়াছিল । সে মনে করিয়াছিল, তাহার ছেলে মেয়ের উপর বোকা বাবুটির একটা ভালবাসা হইয়াছে। তাহার স্বচ্যগ্রব তীক্ষ বুদ্ধি। অনথিনাথের প্রশ্নমাত্রই সে বুঝিতে পারিল যে, ভানুমতীর উপর অনাথনাথের বিশেষ চক্ষু পড়িয়াছে, এবং তিনি তাহাকে কোনরূপ বিশেষ আমুকুল্য করিবেন। সে যদি তাহীম কষ্ট বলিয়া প্রতিপন্ন করিতে না পারে, কিংবা তাহার উপর কোনরূপ বিশেষ অধিকার দেখাইতে না পারে, তবে সে সেই আমুকূল্যের ভাগ পাইবে না । অতএব সে বেদের উত্তরে মহা চটিয়া গেল । তাহাবু মেজাজটা স্বভাবতই পঞ্চমে বাধা থাকে, উহ। একেবারে সপ্তমে উঠিল। সে সেই অপূৰ্ব্ব সামুনাসিক স্বরে তাহার অযোগ্য স্বামীকে তিরস্কার করিয়া বলিল,— *আহাম্মকের কথা শুন ? তোর মেয়ে নয় ত কার মেয়ে রে *ি তার পর অনাথনাথের পালা । সে র্তাহার দিকে তাহীর বিকট মুখ ফিরাইয়া এবং তাহার একটা বিকট ভঙ্গী করিয়া বলিল,— *আমার মেয়ে নহে ত কি তোমার মেয়ে ? তোমার কথা শুনে ষে গা জ্বালা করে ।” তাহার পর আবার হতভাগ্য স্বামীর পালা—“কাণ না হ’লে কি এমন কথা বলে " তাহার পর সে বুঝিল যে, কেবল তিরস্কার করিলে—বাবু বিশ্বাস করিবেন না । আহাম্মক স্বামীর উত্তরটা কাটাইয়া দিতে হইবে । তখন সে বলিল,-“বাৰু! তুমি ইহাকে কোনও কথা জিজ্ঞাসা করিও না ! ওর বুদ্ধিশুদ্ধি কিছুই নাই, তাতে আবার কাণ । এই ৰে