পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৭৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভানুমতী। * ゲ3@ কারিণীর প্রতিমা । তাহারামারীভয় হইলে কালী পূজা করে, লক্ষ্মী কি সরস্বতী পূজা করে না। আর, অধিকাংশ লোক ত নিম্নতম সোপানে থাকার কথা । অন্ত বিস্তয়-দর্শনে, বিজ্ঞানে, শিল্পেও ত उशिरे। নিম্নতম সোপানে। হিন্দু ধৰ্ম্মের সোপানগুলি ও এরূপ ভাবে গঠিত যে, ইহার সকল সোপানে, এমন কি, নিম্নতম সোপানে থাকিয়াও মানুষ সচ্চরিত্র হইতে পারে, নিষ্পাপ ইষ্টতে পারে, মানুষ হইতে পারে। ধৰ্ম্মের ইহাই ত উদ্দেগু । আপনাদের নিম্নশ্রেণীর সঙ্গে মুসলমানদের নিম্ন শ্রেণীর সঙ্গে তুলনা করিয়া দেখিলে বুঝিতে পরিবেন, হিন্দু নিম্নশ্রেণী কত শান্ত, শিষ্ট ও সাধু, মনুষ্যত্বে কত উৎকৃষ্ট । তাহার কারণ, অন্যান্য ধৰ্ম্মে হিন্দু ধৰ্ম্মের মত অক্ষর নাই, অধিকারিভেদে শাস্ত্র নাই, শ্রেণী নাই, শিক্ষাপ্রণালী নাই। মা ! যদি হিন্দুদের উচ্চতম ধৰ্ম্মশৃঙ্গই ব্রাহ্ম ধৰ্ম্ম হয়, তবে হিন্দুদের সঙ্গে ব্রাহ্মদের মতভেদ কি লইয়া ? অ ! কতকগুলি ছাই ভষ্ম লইয়া, বিধবাবিবাহ, অসবর্ণবিবাহ, যুবতীবিবাহ। সা। এগুলি কি মন ? অ। মন্দ | জনসংখ্যায় পুরুষ অপেক্ষ স্ত্রীলোক বেশী । প্রত্যেক পুরুষ বিবাহ করলেও বহুসংখ্যক নারী অরিবাহিত থাকিবার কথা " তাই ভারতে বহুবিবাহপদ্ধতি আছে देझ्द्र উপর যদি বিধবারা আবার দুই বার ; বহুবার বিবাহ করে, তবে অবিবাহিত রমণীর সংখ্যা আরও বেশী হইবে । দ্বিতীয়তঃ, বিধবারা একবার স্বামী পাইয়াছিল। তাহদের স্বামী না দেওয়া, কিংবা অন্য তুমণীগণকে একেবারে স্বামীর মুখ পৰ্য্যস্ত দেখিতে না দেওয়া, অধিকতর নিষ্ঠুরতা। তৃতীয়তঃ, এই ভারতে এখনই অন্নজলের জন্তে হাহাকার। আপনারা বলেন, জনসংখ্যা