পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৮৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবাসের পত্র । لاه هد রাখতেন। এবং তাহ বুজত থলে উত্থিত হইয়া সম্রাটের সম্মুখে উপস্থিত হইত। তাহীর পশ্চাতে, যমুনাড়ীরে, শ্বেতপ্রস্তরের শ্ৰেণীবদ্ধ অট্টালিকা শোভা পাইতেছে। কেন্দ্রস্থলে বিখ্যাত “দেওয়ান’খাস। ইংরেও তিন দিক খোলা। যমুনার দিকে প্রস্তরের ছিদ্রবিশিষ্ট গবাক্ষ । ইহাৰ স্তম্ভ সকল এবং উপরের ছাদ, স্ববর্ণে এবং নানাবিধ বর্ণেরঞ্জিত রহিয়াছে। চারি কোণের স্তম্ভের উপর, প্রাচীরে লেখা আছে,— "পি স্বৰগ থাকে এই ধৰ্ব্বাতলে, এখানে – এখানে—তাই এখানে কেবল " তাহার বামপাশ্ব সেইরূপ কক্ষ সারি, সম্রাটের অস্তঃপুর ! কক্ষগুলি অতিক্ষুদ্র, কিন্তু অতি মনোহর। যমুনার দিকে একটি । গোল প্রাচীরহীন কক্ষ, গৃহের বহির্ভাগে শোভা পাইতেছে স্তম্ভের বিরামস্থনে আয়না বসান রহিয়াছে। কিন্তু এই অন্তঃপুরের কক্ষে, কি অন্ত কোথাও কপট নাই। বহুমূল্য পুরু পর্দা, প্রত্যেক দ্বারে ঝুলান থাকিত দেওয়ানখাসের অন্ত পার্শ্বে মানের গৃহ। ইহার কক্ষগুলি অতি মনোহর। প্রাচীর এবং ছাদ কাচে মুসজ্জিত ! যে দিকে চাহিবে, তোমার শত শত প্রতিবিম্ব দেখিবে। জানি না মুরজাহান প্রভৃতি কত স্বন্দরীর প্রতিবিম্বই এ সকল কচকক্ষে প্রতিভাত হইয়াছে। একদিকে একটি কক্ষে জল গরম হইয় প্রণালীপথে মৰ্ম্মরনিৰ্ম্মিত ক্ষুদ্র কুণ্ডে अनिङ । हेशाउ মূলীয় অবগাহন করিতেন। চারিদিকে তাহাজের তৈলমর্থনের এবং আরামের কক্ষ রহিয়াছে। যখন শত শত স্বশরীরা সম্রাটকে বেষ্টন করিয়া স্নান করিতেন, কেহ । জলে জৰ্দ্ধ বা পূর্ণ নিমজ্জিত, কেহ কক্ষে মালসে উপবিষ্ট বা অৰ্দ্ধশতি, কেহ জলক্রীড়া করিতেছেন, কেহ বেড়াইতেছেন, কেহ হালিতেছেন, কেহ গাহিতেছেন, কেহ বসালাপ করিছেন, মরি!