পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৮৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\;প্রবাসের পত্র । 将 పిళి ifখতাম, একস্থানে চিতোরেশ্বরী কণিপুরস্থ সেই স্বৰ্গীয়া দেবীর lয় দাড়াইয়া, অধোবনে রোম করিতেছেন । চিতোরের ঙ্গে অঙ্গে তাহীর ঐতিহাসিক গৌরব সকল স্বর্ণ-অক্ষরে লিখিত কিত। তুমি জান, প্রতাপসিংহ প্রতিজ্ঞা করিয়াছিলেন যে, ত দিন দিল্লী জয় করিয়া তিনি চিতোর অধিকার করিতে না ifরবেন, তত দিন তিনি তৃণে ভিন্ন শয়ন করিবেন না, পত্রে উন্ন আহার করিবেন না। শুনিলাম, তাহার অযোগ্য উত্তরাধিরিগণ এখনও স্বর্ণশয্যার নীচে তৃণ রাখিয়া শয়ন করেন, স্বর্ণ"ত্রের নীচে পত্র রাখিয়া আহার করেন । সেই বীরপ্রতিজ্ঞ খনও তাহারা ভুলেন নাই। তথাপি, চিতোরের পদ্মিনীর, তোরের প্রতাপসিংহের, প্রাণপ্রতিম চিতোরের আজ এই বস্থা ! এট যে চিতোর, তাহা পথিককে বলিয়া দিবার জন্ত কটা অঙ্গুলি নির্দেশমাত্র কোথাও নাই। আছে—ইতিহাসে ছে। তারাচরণ বললেন, “রক্তধর্মনী-বিশিষ্ট প্রস্ত রাশিতেও ন সেই বীরপুরুষদের শোণিতধারা বর্তমান আছে।” আছে লিম্বাই আমি দরিদ্র দুর্বল বাঙ্গালী এই মহাতীর্থ দর্শন করিতে রজীবন লালায়িত ছিলাম। আজ দেখিয়া জীবন সার্থক মনে রিলাম চিচোর অমর, চিত্তোর উনবিংশ শতাব্দীর কুরুক্ষেত্র । ভোর ভারতের ভবিষ্ণং আশা । সে বীরত্ব, সে সতীত্ব ভিন্ন lরতের অন্ত আশা নাই । * প্রায় ১টার সময়ে অবরোহণ করিয়া আসি উদয়পুরের নৈক মহারাষ্ট্রীয় কৰ্ম্মচারীর পাচক - মহাশয়, আমাদের জন্তে রত্বপূর্ণ আহার প্রস্তুত করিতেছিলেন। একদিকে প্রকাও কাণ্ড চাউল ; অন্যদিকে তদুপযোগী কলাইয়ের ডাল । কোনहे निक श्य बाहे ।