পাতা:পণ্ডিতমশাই-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

歡 a ? . পণ্ডিতমশাই তুমি যাও, আমিও * তুমি যাও—জোর করে থাকলে কি করতেন তিনি ? - তাহার কথা শুনিয়া এত দুঃখেও কুমুম হাসিয়া ফেলিল । ব্ৰজেশ্বরী কিন্তু এ হাসিতে যোগ লি না—সে নিজের মনের কথাই বলতেছিল, হাসাইবার জন্ত, সানা দিবার জন্ত বলে লই। অধিকতর গম্ভীর হইয়া কহিল, সত্যি বলচি ঠাকুরবি, করে, মান শুনো ন!—যাও তার কাছে ! এমন বিপদের দিনে স্বামী-পুত্রকে এক ফেলে রেখে না । ব্রজেশ্বরীর এই আকস্মিক কণ্ঠস্বরের পরিবর্তনে কুসুম সব ভুলিয়া ধড়ফড়, করিয়া উঠিয়া বসিয়া বলিল, বিপদের দিন কেন ? e ব্ৰজেশ্বরী বলিল, বিপদের দিন বই কি ! অবশ্য তারা ভাল আছেন, কিন্তু বাড়লে সেই যে ওলাউঠা মুরু হয়েছিল, তোমার দাদা, এখনি বললেন, এখন নাকি ভয়ানক বেড়েছে—প্ৰতাহ ৯: করে মারা পড়চে–ছি ছি, ওকি কর—পায়ে হাত দিয়ে না ঠাকুরী। কুমুম তাঙ্গার দুই পা চাপিয়া ধরিয়া কাদিয়া উঠিল—বোঁদি, আমার . চরণকে তিনি দিতে এসেছিলেন, আমি নিই নি—আমি কিছু-শুনি নি বৌদি– ব্ৰজেশ্বর বাধা দিয়া বলিল, বেশ, এখন শুনলে ত! এখন গিয়ে তাকে নাও গে ! fক করে যাবো ? ব্রজেশ্বরী কি বলিতে যাইতেছিল, কিন্তু হঠাৎ পিছনে শব্দ শুনিয়া ঘাড় ফিরাইয়া দেখিল, দোর ঠেলিয়া চৌকাঠের ও-দি মা দাড়াইয়া আছেন। চোখোচোfখ হইতেই তীব্র শ্লেষের সহিত বলিলেন, ঠাকুরবিঠাকরুণকে কি পরামর্শ দেওয়া হচ্চে শুনি ?