পাতা:পথ-নির্দ্দেশ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পথ-নির্দেশ গুণী বলিল, পারবে । যখন বুঝবে সংসারের ভালবাসাকে মহামহিমাম্বিত করবাব জন্ত বিচ্ছেদ শুধু তোমাব মত অতুল ঐশ্বৰ্য্যশালিনীব দ্বাবে এসেই চিৰদিন হাত পেতেছে, সে অল্পপ্রাণ ক্ষুদ্র প্রেমেব কুটবে অবজ্ঞায় যায নি—তখনই সহ কবতে পাববে। যখন জানবে, অতৃপ্ত বাসনাই মহৎ প্রেমেব প্রাণ, এব দ্বাবাই সে অমবর লাভ ক’বে যুগে যুগে কত কাব্য, কত মধু, কত অমূল্য অশ্রু • সঞ্চিত ক’বে বেখে যায, যখন নিঃসংশযে উপলব্ধি হবে, কেন বাধাব শতবর্ষব্যাপী বিবঙ্গ বৈষ্ণবেব প্রাণ, কেন সে প্রেম মিলনেব অভাবে মুসম্পূর্ণ, ব্যথাতেই মধুব, তখন সইতে পাববে তেম। উঠে ব’স—চল, আজই আমব| কাশী যাই। যে কটা দিন আবে আছি, সে কটা দিনেব শেষ সেবা তোমাব, ভগবানেব আশীৰ্ব্বাদে, অক্ষ হযে তোমাকে সাব-জীবন সুপথে শান্তিতে বাখবে সমাপ্ত গুকদাস চট্টোপাধ্যায় এও সন্স-এর পক্ষে প্রকাশক ও মুদ্রাকর—ঐগোবিন্দপদ ভট্টাচাৰ্য্য, ভারতবর্ষ প্রিন্টিং ওয়ার্কস্, ২৪৩৷১১, কর্ণওয়ালিস স্ট্রট, কলিকাতা—৬ All rights reserved to Messrs G, D Chatterjea & Sons