বিষয়বস্তুতে চলুন

পাতা:পাঠসার.djvu/১০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাঙ্গাল সংবাদপত্র। § 0 & থাকিত। সেই সকল চর বা দূত নগরে নগরে এবং পল্লীতে পল্লীতে ভ্রমণ করিয়া দেশবাসীদিগের অবস্থা ও মতামত অবগত হইত, এবং সেই সকল বিষয় রাজা বা রাজপুরুষদিগকে জ্ঞাপন করিত । তাহারা সেই সকল বিষয় অবগত হইয়া যথোচিত কাৰ্য্য করিতেন । সংবাদপত্র বর্তমান সময়ে সেই দৌত্যকাৰ্য্য করিতেছে ; প্রজ সাধারণের অবস্থা সংবাদপত্র এখন রাজপুরুষদিগের গোচর করিতেছে, রাজপুরুষগণ কোন অন্যায় অনুষ্ঠান করিতে উদ্যত হইলেও সংবাদপত্রই এখন তাস্কার প্রতি বাদ করিয়া থাকে । সংবাদপত্র অত্যন্ত উপকারী বটে, কিন্তু যে সকল সংবাদপত্র অশ্লীল রহস্য বা পরনিন্দান্তে পরিপূর্ণ, তাহা পাঠ করা কোনক্রমেই কৰ্ত্তব্য নহে । তাদৃশ সংবাদপত্র পাঠ করিলে বালক বালিকাদিগের চরিত্র নষ্ট হইবার বিলক্ষণ সম্ভাবনা রহিয়াছে । স্ত্রীরামপুরে যে সকল খ্ৰীষ্টধৰ্ম্ম প্রচারক মহাত্মা কাৰ্য্য করিয়াছিলেন, প্রস্তাবাস্তরে উল্লেখ করা গিয়াছে, তন্মধ্যে মার্সম্যান সাহেব ১৮১৮ খ্ৰীষ্টাব্দে সমাচারদর্পণ নামে একখানি সংবাদপত্র প্রকাশ করিয়াছিলেন । উহা বাঙ্গালা ও ইংরেজী উভয় ভাষাতেই লিখিত হইত । এ দেশীয় লোকের মধ্যে মহাত্মা রামমোহন রায়ই প্রথম